আলিপুরদুয়ার: ভারত-বাংলাদেশের মধ্যে তিস্তা চুক্তি নিয়ে সহমত পোষণ করলেন বিশিষ্ট সমাজসেবী মেধা পাটেকর। পাশাপাশি বিশিষ্ট সমাজসেবী মেধা পাটেকর তিস্তা চুক্তি নিয়ে সহমত পোষণ করলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় বিকল্পকে সমাধানকেই সমর্থন করলেন আলিপুরদুয়ারের প্রাক্তন কংগ্রেস বিধায়ক দেবপ্রসাদ রায়। রবিবার আলিপুরদুয়ার পুরসভার প্রেক্ষাগৃহে আন্তর্জাতিক নদী দিবস উদযাপন করা হয়। এই আন্তর্জাতিক নদী দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মেধা পাটেকর এবং আলিপুরদুয়ারের প্রাক্তন কংগ্রেস বিধায়ক দেবপ্রসাদ রায় সহ বিশিষ্ট সমাজসেবী রাতুল বিশ্বাস।
বাংলাদেশ ও ভারতের মধ্যে তিস্তার জল ভাগাভাগি নিয়ে একটি খসড়া চুক্তির রূপরেখা তৈরি হয়েছে প্রায় এক যুগ হতে চলল। যদিও ভারতের অভ্যন্তরীণ রাজনীতি, বিশেষ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আপত্তির কারণে তিস্তা চুক্তি আজও বাস্তবায়িত হয়নি। তৃণমূল কংগ্রেসের সাফ বক্তব্য, “শুষ্ক মরশুমে আমাদের রাজ্যে তিস্তা অববাহিকার জেলাগুলো যাতে পর্যাপ্ত জল পায়, সেটা আগে নিশ্চিত করতে হবে। ওই মানুষগুলোকে পথে বসিয়ে তৃণমূল কোনও চুক্তিতে সায় দিতে চায় না।” সম্প্রতি জি- ২০ তে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগদানের পর তিস্তা চুক্তি নিয়ে নতুন করে জল ঘোলা হচ্ছে।
এদিন বিশিষ্ট সমাজসেবী মেধা পাটেকর বলেন, “যে সকল পার্শ্ববর্তী দেশ রয়েছে, তাঁদের সঙ্গে জল বন্টন নিয়ে যে সকল সমস্যা রয়েছে সেগুলো নিজেদের মধ্যে আলোচনা করে মিটিয়ে ফেলা উচিৎ। এই বিষয় নিয়ে দুই দেশের মধ্যে বিবাদ হওয়া উচিৎ নয়।” একই সঙ্গে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেন, “ভারত-বাংলাদেশের জলবন্টন নিয়ে এই চুক্তি হয়েছিল। সেটা নিয়ে অগ্রসর হওয়া উচিৎ।” অন্য দিকে আলিপুরদুয়ারের প্রাক্তন কংগ্রেস বিধায়ক দেবপ্রসাদ রায় বলেন, “আমি এবং প্রদীপ ভট্টাচার্য জল মন্ত্রকের দফতরে গিয়েছিলাম। যেখানে কেন্দ্রীয় সরকার সংকোশ নদীকে তিস্তার সঙ্গে জুড়ে দিয়ে পরিকল্পনা নেওয়া হয়েছিল। সেটা পরিবেশ মন্ত্রক সায় দেয়নি। সে ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোর্সা নদীকে তিস্তার সঙ্গে জুড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন সে বিষয়ে কি কোনও পদক্ষেপ গ্রহণ করেছে সরকার?”