Alipurduar: ন্যায্য-কাঙ্খিত দাবি! কিন্তু তার জন্যই স্কুলে প্রধান শিক্ষকের লাশ ফেলে দেওয়ার ‘হুমকি’!

Sujit Roy | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 09, 2024 | 2:09 PM

Alipurduar School: ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যাচ্ছে,  রাতে জানলা ভেঙে স্কুলে ঢুকে সিসিটিভির মুখ অন্য দিকে ঘুরিয়ে দেওয়া হয়। তারপর দেওয়ালে  হুমকি পোস্টার দেওয়া হয়। এই ঘটনার জেরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Alipurduar: ন্যায্য-কাঙ্খিত দাবি! কিন্তু তার জন্যই স্কুলে প্রধান শিক্ষকের লাশ ফেলে দেওয়ার হুমকি!
প্রধান শিক্ষককে খুনের হুমকি দিয়ে পোস্টার
Image Credit source: TV9 Bangla

Follow Us

আলিপুরদুয়ার:  টাকা দিতেই হবে। না হলে খুন করে দেব। এ হেন হুমকি তো অহরহ শোনাই যাচ্ছে। কিন্তু তা বলে মিড ডে মিলের মান খারাপ, তার জন্য প্রধান শিক্ষককে খুনের হুমকি। শুধু হুমকিই নয় স্কুলের দেওয়ালে সেঁটে দেওয়া হল পোস্টার। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে আলিপুরদুয়ারের ভাটিবাড়ি হাইস্কুলে।

ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যাচ্ছে,  রাতে জানলা ভেঙে স্কুলে ঢুকে সিসিটিভির মুখ অন্য দিকে ঘুরিয়ে দেওয়া হয়। তারপর দেওয়ালে  হুমকি পোস্টার দেওয়া হয়। এই ঘটনার জেরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পোস্টারে লেখা রয়েছে,  স্কুলের কোনও উন্নয়ন হয়নি, মিড ডে মিলের মানও অত্যন্ত খারাপ। বাংলা ও ইংরেজি-দুই ভাষাতেই লেখা রয়েছে পোস্টার।

ওই পোস্টারে স্কুলের অনুন্নয়নের জন্য প্রধান শিক্ষককেই দায়ী করা হয়েছে। নির্দিষ্ট তারিখে প্রধানশিক্ষককে রাস্তায় খুন করা হবে বলেও উল্লেখ করা হয়।  প্রধান শিক্ষককে দেওয়া হয়েছে ৭ দিন সময়। ১৩ জানুয়ারি ভাটিবাড়ির রাস্তায় প্রধানশিক্ষক কে খুন করা হবে বলে পোস্টারে লেখা রয়েছে।

স্কুলটি ভাটিবাড়ি পুলিশ ফাঁড়ির একেবারে গা ঘেঁষে। এ ধরনের একটা নজিরবিহীন ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এব্যাপারে প্রধানশিক্ষক ফাঁড়িতে একটি অভিযোগ দায়ের করেছেন। প্রধানশিক্ষক প্রসেনজিৎ দত্ত চৌধুরী বলেন, “স্কুলের পরিকাঠামো উন্নয়নের চেষ্টা হচ্ছে। ছাত্রদের নাম করে দুষ্কৃতীরা এটা করেছে। ফলে স্কুলে শিক্ষক মহলে আতঙ্ক তৈরি হয়েছে।”  শিক্ষকরা ফাঁড়িতে স্মারকলিপি জমা দিয়ে নিরাপত্তাও দাবি করেছেন।

Next Article