Alipurduar: বিধায়কের বেতনের টাকায় বাড়ি বানিয়ে গৃহপ্রবেশ বিকাশের

Sujit Roy | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 08, 2024 | 7:36 PM

Alipurduar: বন্ধ কালচিনি চা বাগানের বাসিন্দা বিকাশ মাঝি।  গতবছর ডিসেম্বর মাসে বুনো হাতির দল  তাঁর পুরো ঘর ভেঙে গুড়িয়ে দেয়। মাথার উপর তাদের ছাদ ছিল না। এমনকি আবাস যোজনার তালিকায় নাম ছিল না তাঁর।

Alipurduar:  বিধায়কের বেতনের টাকায় বাড়ি বানিয়ে গৃহপ্রবেশ বিকাশের
বিধায়কের টাকায় বাড়ি
Image Credit source: TV9 Bangla

Follow Us

আলিপুরদুয়ার:  মাথার উপর নেই ছাদ, এমনকি আবাস যোজনার তালিকায় নাম নেই। অবশেষে কালচিনি বিজেপি বিধায়ক নিজের বেতনের টাকা দিয়ে তৈরি করে দিল ঘর।
বন্ধ কালচিনি চা বাগানের বাসিন্দা বিকাশ মাঝি।  গতবছর ডিসেম্বর মাসে বুনো হাতির দল  তাঁর পুরো ঘর ভেঙে গুড়িয়ে দেয়। মাথার উপর তাদের ছাদ ছিল না। এমনকি আবাস যোজনার তালিকায় নাম ছিল না তাঁর। কালচিনি বিজেপি বিধায়ক বিশাল লামা এই পরিবারের পাশে দাঁড়ান। নিজের বেতনের টাকা দিয়ে তাঁদের জন্য পাকা ঘর নির্মাণ করে দেন। রবিবার ছিল বিকাশের বাড়ির গৃহপ্রবেশ। এতদিন পর মাথার উপর নিজস্ব ছাদ পেয়ে খুশি বিকাশ মাঝি ও তাঁর পরিবারের সদস্যরা।

কালচিনির বিশাল লামা বলেন, ” গরিব জনগণ আবাস যোজনা থেকে বঞ্চিত। আবাস যোজনা ঠিকমত সার্ভে হয়নি। কীভাবে সার্ভে হয়েছে, জানা নেই।” এ নিয়ে তৃনমূল কংগ্রেসের আলিপুরদুয়ারের চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা বলেন,  “বিধায়ক ভাল কাজ করছেন। শুধু একটা নয়। ওঁর বেতন দিয়ে ১০-১২ টা ঘর করে দিক। বিজেপি তো আবাস যোজনার টাকা দেয়নি। ওঁ দিয়ে পাপটা ধুয়ে দিন। যাঁদের আবাস যোজনায় নাম নেই অথচ তাঁরা পাওয়ার যোগ্য। এরকম কিছু ভুল হয়েছে।”

Next Article