আলিপুরদুয়ার: রাতের খাবার সেরে বাসন ধুতে জঙ্গলের ধারে গিয়েছিলেন। আচমকাই আর্ত চিৎকার শুনেছিলেন গ্রামের কয়েকজন। খোঁজ করতে যখন বের হন তখন আর বৃদ্ধাকে দেখতে পাননি। খবর দেওয়া হয় থানান। পুলিশ খোঁজ করে জঙ্গলের মধ্যে থেকে বৃদ্ধার মুণ্ডহীন দেহ উদ্ধার হয়। গ্রামবাসীদের অভিযোগ, চিতাবাঘের হামলাতেই বৃদ্ধার ধড় মুণ্ড আলাদা হয়েছে। খুবলানো মুণ্ডও উদ্ধার করেছে পুলিশ। নজিরবিহীন ঘটনা ডুয়ার্সের জঙ্গল লাগোয়া ফালাকাটা ব্লকের বেংকান্দির অতীত পাড়ায়। যদিও এখনও পর্যন্ত চিতাবাঘের হামলার খবর শিকার করেননি বনকর্তারা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সরদিনী রায় (৬৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় রাতের খাবার সেরে বাসন ধুতে কলতলায় গিয়েছিলেন ওই বৃদ্ধা। আচমকাই অন্ধকারের মধ্যে তাঁকে কোনও এক বন্যপ্রাণী টেনে নিয়ে যায় বলে দাবি স্থানীয় বাসিন্দাদের৷ তাঁর আর্ত চিৎকার শুনে, কিছুক্ষণ পর গ্রামবাসীরা খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে পৌঁছন বন দফতরের কর্মীরাও। ওই এলাকাটি জলপাইগুড়ি বনবিভাগের দলগাঁও জঙ্গল লাগোয়া।
বনকর্মী ও স্থানীয় বাসিন্দাদের যৌথ তল্লাশিতে রাত এগারোটা নাগাদ ওই মহিলার মুণ্ডহীন দেহ ঝোঁপের আড়াল থেকে উদ্ধার হয়। কিন্তু সারা রাত খুঁজেও মাথার সন্ধান মেলেনি। সোমবার ভোর পাঁচটা নাগাদ ঘটনাস্থল থেকে প্রায় পাঁচশো মিটার দূরে জঙ্গলের মধ্যে ওই মহিলার ক্ষতবিক্ষত মুণ্ড উদ্ধার হয়। গ্রামবাসীদের দাবি, চিতাবাঘের হামলাতেই বৃদ্ধার শরীর থেকে মুণ্ড আলাদা হয়েছে।
ধড় থেকে মুণ্ডটি যে ভাবে আলাদা হয়েছে, তা দেখে পুলিশও একপ্রকার নিশ্চিত, কোনও ধারালো অস্ত্র দিয়ে ধড় ও মুণ্ড আলাদা করা হয়নি, বরং ছিঁড়ে নেওয়া হয়েছে। মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয় আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক গ্রাস করেছে গোটা অতিতপাড়াকে। সঙ্গে উত্তেজনাও রয়েছে। তবে বনদফতরের তরফে এখনও পর্যন্ত চিতাবাঘের হামলার কথা শিকার করা হয়নি। তবে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।