Crime: ভুয়োর ফাঁদ পাতা ভুবনে! এবার বিডিও-র সিল জাল করে ত্রাণ লুঠতে গিয়ে পাকড়াও

TV9 Bangla Digital | Edited By: সৈকত দাস

Nov 17, 2021 | 10:30 PM

Alipurduar: বিডিও-র সিল তৈরি করে, তাঁরই সই জাল করে সরকারি ত্রান লুঠের অভিযোগ উঠল কালচিনিতে। বিডিও প্রশান্ত বর্মনের সিল ব‍্যবহার করে ভুয়ো ত্রাণের টোকন দেওয়ার অভিযোগে এক মহিলাকে হাতনাতে ধরে ফেলেন কালচিনি ব্লক প্রশাসনের আধিকারিকরা।

Crime: ভুয়োর ফাঁদ পাতা ভুবনে! এবার বিডিও-র সিল জাল করে ত্রাণ লুঠতে গিয়ে পাকড়াও
নিজস্ব চিত্র

Follow Us

আলিপুরদুয়ার: ঠগ বাছতে গিয়ে গাঁ উজাড় হওয়ার দশা! রাজ্যে ভুয়ো আধিকারিক, ভুয়ো পুলিশ, ভুয়ো বিচারপতি, ভুয়ো ডাক্তার গ্রেফতার হচ্ছেন পর পর। এই তালিকা দীর্ঘ। এবার অন্যরকম জাল কারবারের অভিযোগে গ্রেফতারি। বিডিও (BDO) -র সই জাল করে সরকারি ত্রাণ লুঠের অভিযোগে এক মহিলাকে হাতেনাতে ধরল পুলিশ। বুধবার ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের (Alipurduar) কালচিনি (Kalchini)-তে।

বিডিও-র সিল তৈরি করে, তাঁরই সই জাল করে সরকারি ত্রান লুঠের অভিযোগ উঠল কালচিনিতে। বিডিও প্রশান্ত বর্মনের সিল ব‍্যবহার করে ভুয়ো ত্রাণের টোকন দেওয়ার অভিযোগে এক মহিলাকে হাতনাতে ধরে ফেলেন কালচিনি ব্লক প্রশাসনের আধিকারিকরা। অভিযোগ, বেশ কিছুদিন যাবত ধরে জয়গাঁ এলাকার বাসিন্দা জনৈকা উষা শর্মা কালচিনি ব্লকের বিডিও প্রশান্ত বর্মনের সিল ও সই জাল করে এলাকার বেশ কিছু বাসিন্দাদের ত্রাণের টোকন প্রদান করছিলেন। কিন্তু ত্রাণ প্রদাকারী ডিলারদের এই টোকন দেখে সন্দেহ হয়। তাঁরা প্রশাসনকে জানিয়েও ছিলেন। সব দেখে প্রশাসন আধিকারিকদের চক্ষু ছানাবড়া। তাঁরাও তাই তক্কে তক্কে ছিলেন। অবশেষে এদিন কয়েকজন বাসিন্দা ভুয়ো টোকন নিয়ে ত্রাণ নিতে এলে ডিলার খবর পাঠান বিডিও অফিসে। ছুটে আসেন আধিকারিকরা। তার পর আটক করা হয় ওই মহিলাকে।

অন্যান্য বাসিন্দাকে জিঞ্জাসাবাদ করে উষা শর্মা নামে ওই মহিলাকে মহিলাকে ধরে ফেলেন আধিকারিকরা। তাঁর কাছ থেকে প্রচুর টোকেন উদ্ধার হয়। অভিযুক্ত মহিলাকে কালচিনি পুলিশ আটক করে এরপর। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এই ঘটনায় বিডিও প্রশান্ত বর্মনের কথায়, “আমরা কালচিনির নাগরিকের স্বার্থে স্পেশাল কুপনের ব্যবস্থা করতাম। কিন্তু কিছুদিন ধরে দেখতে পেলাম কিছু কুপন জাল। বিডিও-র সই থেকে শুরু করে সব জাল! কাল সকালবেলা এসব নজরে আসে। তার পর অ্যালার্ট ছিলাম। তার মধ্যে ডিলারের কাছে কিছু গ্রাহক মাল নিতে যান, সেখানে দেখা যায় কয়েকটি জাল কুপন। এদের চিহ্নিত করে আমরা পুলিশে পাঠিয়েছি। পুলিশ তদন্ত করে দেখছে”।

এদিকে অভিযুক্তার দাবি তাঁকে এক ব্যক্তি ওই কুপন দেন। তাতে বিডিও-র সিল দিয়েছেন। তাঁর দাবি, এর জন্য পয়সাও নেন ওই ব্যক্তি। তার পর বলেন, ১০ টাকা করে নিতে। এভাবে ১০০০ টাকার কুপন বিক্রি করতে শুরু করেন। তিনি ন কল কুপন নিয়ে ঘুণাক্ষরেও কিছু টের পাননি।

উল্লেখ্য, এদিন আবার নিম্নমানের খাদ্য সামগ্রী বিলির অভিযোগ উঠেছে মালদহের হরিশ্চন্দ্রপুরের বারদুয়ারী গ্রামের এক রেশন ডিলারের বিরুদ্ধে। গ্রাহকেরা এর প্রতিবাদ করলে তাঁদের গলাধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে ওই ডিলারের বিরুদ্ধে। ঘটনার জেরে বহু গ্রাহক বিক্ষোভ দেখান। ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে যায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

আরও পড়ুন: Exclusive: Udayan Guha on BSF: ‘আজকেও বলব, কালও বলব’, বিএসএফ প্রসঙ্গে নিজের অবস্থানে অটল উদয়ন

Next Article