Dooars: গ্রামে ঢুকল যেন সাক্ষাৎ যম, গোটা পাড়া ছুটছে প্রাণপণে…

Sujit Roy | Edited By: সায়নী জোয়ারদার

Dec 19, 2023 | 9:42 PM

Alipurduar: মঙ্গলবার সকালে একটি ভাল্লুক ঢালকোর গ্রামে ঢুকে পড়ে। এলাকার লোকজন তাকে দেখতে পেয়েই হইচই শুরু করে দেয়। খবর দেওয়া হয় বনদফতরে। থানাতেও খবর যায়। এরপরই বিশাল টিম নিয়ে বনদফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছয়। যায় পুলিশও। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় ভাল্লুকটিকে কব্জা করেন বনকর্মীরা।

Dooars: গ্রামে ঢুকল যেন সাক্ষাৎ যম, গোটা পাড়া ছুটছে প্রাণপণে...
গ্রামে ভাল্লুক ঢুকল মঙ্গলবার।
Image Credit source: TV9 Bangla

Follow Us

আলিপুরদুয়ার: শীত পড়তেই পাহাড় ছেড়ে সমতলের পথে ভাল্লুক। এই মরসুমে প্রথমবার এমন ঘটনা ঘটল রাজা ভাতখাওয়া পূর্ব রেঞ্জে। তবে বনদফতরের তৎপরতায় কোনও বিপত্তি ছাড়াই ধরা গিয়েছে ভাল্লুকটিতে। এদিকে ভাল্লুক ধরা পড়ার খবর ছড়াতেই এলাকার ছেলে, বুড়ো ভিড় জমায় সেখানে। হইহই পড়ে যায় গ্রামজুড়ে।

মঙ্গলবার সকালে একটি ভাল্লুক ঢালকোর গ্রামে ঢুকে পড়ে। এলাকার লোকজন তাকে দেখতে পেয়েই হইচই শুরু করে দেয়। খবর দেওয়া হয় বনদফতরে। থানাতেও খবর যায়। এরপরই বিশাল টিম নিয়ে বনদফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছয়। যায় পুলিশও। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় ভাল্লুকটিকে কব্জা করেন বনকর্মীরা।

ঘুমপাড়ানি গুলি ছুড়ে ভাল্লুকটিকে কাবু করা হয়। বক্সা ব্যাঘ্র প্রকল্পের এডিএফও (পশ্চিম) পল্লব বন্দ্যোপাধ্যায় বলেন, “সকাল থেকেই আমরা লোকেট করা শুরু করি। টিম নিয়ে যাই এবং উদ্ধার করি। পূর্ব রাজা ভাতখাওয়া রেঞ্জের মধ্যে ঢালকোর অঞ্চল। সেখানেই ওই পূর্ণ বয়স্ক ভাল্লুক ঢুকে পড়ে। এই বছর প্রথম ভাল্লুক বেরোল সমতলে। আমাদের বনকর্মীরা সফলতার সঙ্গে খুব কম সময়ের মধ্যেই ভাল্লুক উদ্ধার করেছে।” তিনি জানান, এখনও ভাল্লুকটি জঙ্গলে ছাড়া হয়নি। আপাতত বেঙ্গল সাফারিতে মেডিক্যাল পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Next Article