Durga Puja 2023: এখনও বাংলাদেশ থেকে মাটি এনে চৌধুরী বাড়ির দুর্গা প্রতিমা গড়া হয়

Sujit Roy | Edited By: সায়নী জোয়ারদার

Oct 18, 2023 | 12:20 AM

Durga Puja: এতগুলো বছর ধরে এই পুজোর নিয়মে কোনও বদল আসেনি। এখনও বাংলাদেশের মাটি আসে এই পুজোর জন্য। সেই মাটিতে গড়া হয় প্রতিমা। অরূপমোহনের হাত ধরে শুরু হওয়া এই পুজো নবাব আমলে জমিদারি স্বত্ত্ব নিয়ে বাংলাদেশের মৈমনসিংহে চলে যায়। সে সময়ই মুখোপাধ্যায়রা উপাধি পেয়ে হন চৌধুরী।

Durga Puja 2023: এখনও বাংলাদেশ থেকে মাটি এনে চৌধুরী বাড়ির দুর্গা প্রতিমা গড়া হয়
চৌধুরী বাড়ির প্রতিমা।
Image Credit source: TV9 Bangla

Follow Us

আলিপুরদুয়ার: শতবর্ষ প্রাচীন পুজো। নিয়ম নিষ্ঠা আর ভক্তির উৎসারই এ পুজোর প্রাণ প্রতিষ্ঠা করে চলেছে ১১৩ বছর ধরে। আলিপুরদুয়ারের ভোলারডাবড়ী কাঁঠালতলা চৌধুরী বাড়ির পুজো। এই পুজোর সূচনা হয়েছিল নদিয়া জেলায়। পূর্বপুরুষ অরূপমোহন মুখোপাধ্যায়ের হাত ধরে নদিয়ার ফুলিয়া গ্রামে এই পুজো শুরু হয়। এই পুজোয় এসেছিলেন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থশঙ্কর রায়ও।

এতগুলো বছর ধরে এই পুজোর নিয়মে কোনও বদল আসেনি। এখনও বাংলাদেশের মাটি আসে এই পুজোর জন্য। সেই মাটিতে গড়া হয় প্রতিমা। অরূপমোহনের হাত ধরে শুরু হওয়া এই পুজো নবাব আমলে জমিদারি স্বত্ত্ব নিয়ে বাংলাদেশের মৈমনসিংহে চলে যায়। সে সময়ই মুখোপাধ্যায়রা উপাধি পেয়ে হন চৌধুরী।

মাঝে কয়েকবছর এই পুজো বন্ধও ছিল। তবে আবারও মোহন চৌধুরী, হরিমোহন চৌধুরী, কেদারনাথ চৌধুরীরা এই পুজো শুরু করেন। ১৯৫০ সাল নাগাদ প্রতিমার কাঠামো আনা হয় আলিপুরদুয়ারের ভোলারডাবড়ীর কাঁঠালতলায়। সেই থেকেই এতগুলো বছর এখানে মহিষাসুরমর্দিনীর পুজো হচ্ছে।

শোনা যায়, ১৯৭৪ সালে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থশঙ্কর রায় সপরিবারে এই পুজোয় অংশ নিয়েছিলেন। আগে এই পুজোয় বলিপ্রথার প্রচলন ছিল। যদিও পরে পরিবারের মহিলারা সে প্রথা বন্ধ করেন। পরিবারের লোকজন এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে। দেশের বিভিন্ন জায়গায় তো বটেই, বিদেশেও আছেন। পুজোর সময় সকলেই একত্রিত হন। হইহই করে পুজোর চারটে দিন মেতে ওঠেন চৌধুরীরা।

Next Article