Alipurduar: ভোটের আগে শ্রমিকদের ভোট মন পেতে মরিয়া CPM-TMC সকলেই

Sujit Roy | Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 21, 2024 | 7:45 AM

Alipurduar: অন্য দিকে সিপিএম-এর সরকারি কর্মচারি সংগঠন রাজ্য 'কো অর্ডিনেশন কমিটি' কোচবিহার থেকে কলকাতা পর্যন্ত অধিকার যাত্রা করছেন। সেখানেও সরকারি কর্মচারিদের পাওনা গন্ডা বাদ দিলেও চা শ্রমিকদের ন্যায্য মজুরী পিএফ ও গ্রাচুইটি সঠিক পাওনা নিয়ে তারা মিছিল করছেন।

Alipurduar: ভোটের আগে শ্রমিকদের ভোট মন পেতে মরিয়া CPM-TMC সকলেই
মন পেতে মরিয়া সকলেই
Image Credit source: Tv9 Bangla

Follow Us

আলিপুরদুয়ার: লোকসভা নির্বাচনের পূর্বে চা বলয়ের মানুষের মন পেতে মরিয়া সব দল। বিরোধীরা যেমন দুষছে রাজ্য সরকারকে, তেমন আবার শাসকদলও নেমেছে পথে। সঙ্কোশ চা বাগান থেকে শ্রমিকদের প্রভিডেন্ড ফান্ডের টাকা, গ্রাচুইটির টাকা না পাওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ি করে মিছিল শুরু করেছে তৃণমূল কংগ্রেস। ‘চা শ্রমিক যাত্রা’ নাম দিয়ে সঙ্কোশ চা বাগান থেকে শুরু হওয়া এই পদযাত্রা ১১ দিন ধরে চলবে। জলপাইগুড়ি জেলার এলেনবাড়ি পর্যন্ত হবে এই পদযাত্রা।

অন্য দিকে সিপিএম-এর সরকারি কর্মচারি সংগঠন রাজ্য ‘কো অর্ডিনেশন কমিটি’ কোচবিহার থেকে কলকাতা পর্যন্ত অধিকার যাত্রা করছেন। সেখানেও সরকারি কর্মচারিদের পাওনা গন্ডা বাদ দিলেও চা শ্রমিকদের ন্যায্য মজুরী পিএফ ও গ্রাচুইটি সঠিক পাওনা নিয়ে তারা মিছিল করছেন। আলিপুরদুয়ার জেলার দুই প্রান্তে শাসক ও বিরোধীদের এই দাবি আদায়ের মিছিল দেখছে জেলাবাসী। লোকসভা নির্বাচনের আগে চা বলয়ের মানুষদের মন জয় করতেই মরীয়া সকলে ।

এদিকে গতবার আলিপুরদুয়ার লোকসভা ভোটে আড়াই লাখের বেশি ভোট পেয়ে জয়লাভ করেছে গেরুয়া শিবির। বিজেপির সাধারণ সম্পাদক মীঠু দাস বলেন, “সামনে যেহেতু ভোট। তাই চা শ্রমিকদের মন পেতে এই পদযাত্রা। এবার আমরা সাড়ে তিন লক্ষ ভোটের ব্যাবধানে জয়ী হব।”

Next Article