Elephant: হাতি টপাটপ মিষ্টি পুরছে মুখে, CCTV দেখে তো দোকানির চোখ ছানাবড়া…

Sujit Roy | Edited By: সায়নী জোয়ারদার

Feb 18, 2024 | 7:00 AM

Alipurduar News: এই প্রথম জলদাপাড়া জাতীয় উদ্যানের বুনো হাতির নামে মিষ্টি চুরি করে খাওয়ার এমন 'অপবাদ'। কয়েক হাজার টাকার মিষ্টি খেয়ে, ফেলে ছড়িয়ে নষ্ট করেছে সে। রাতে দোকানের দরজা ভেঙে কী করেছে, সবটাই ধরা পড়েছে ক্লোজ সার্কিট ক্যামেরায়। ফুটেজ দেখে দোকান মালিক তো থ!

Elephant: হাতি টপাটপ মিষ্টি পুরছে মুখে, CCTV দেখে তো দোকানির চোখ ছানাবড়া...
সিসিটিভিতে ধরা পড়েছে সবটা।
Image Credit source: TV9 Bangla

Follow Us

আলিপুরদুয়ার: জঙ্গল থেকে বেরিয়ে ফসলের ক্ষেত সাফাই করে দেয় হাতির দল। বাড়িঘরে ভাঙচুর, উঠোনে শুকোতে দেওয়া শস্যডালও সাবাড় করতে বেশি সময় লাগে না। কিন্তু তা বলে মিষ্টির দোকানে ঢুকে যে গামলা ভর্তি মিষ্টিও খেয়ে নেবে তা এখনও ভাবতে পারছেন না মাদারিহাট স্কুল চৌপথির দোকান মালিক।

এই প্রথম জলদাপাড়া জাতীয় উদ্যানের বুনো হাতির নামে মিষ্টি চুরি করে খাওয়ার এমন ‘অপবাদ’। কয়েক হাজার টাকার মিষ্টি খেয়ে, ফেলে ছড়িয়ে নষ্ট করেছে সে। রাতে দোকানের দরজা ভেঙে কী করেছে, সবটাই ধরা পড়েছে ক্লোজ সার্কিট ক্যামেরায়। ফুটেজ দেখে দোকান মালিক তো থ!

জলদাপাড়া জাতীয় উদ্যানের জঙ্গল থেকে বেরিয়ে একটি জংলি হাতি স্কুল চৌপথির রাজেশ বণিকের মিষ্টির দোকান ভেঙে ভিতরে ঢুকে পড়ে। এদিকে সেখানে পরের দিনের জন্য তৈরি হরেক কিসিমের মিষ্টি থরে থরে সাজানো ছিল। কয়েক মুহূর্তে তা ফাঁকা করে দেয় বুনো হাতি। শুধু খাওয়াই নয়, নষ্টও করে প্রচুর। এরপর পাশের পানের দোকান ভেঙে তছনছ করে জঙ্গলে ফেরত যায় হাতিটি।

মিষ্টি তুলছে শুঁড় বাড়িয়ে।

দোকানের মালিক রাজেশ বণিক বলেন, “আমরা তো অবাক। এ তো মফস্বল এলাকা। চৌপথির উপরে দোকান। এরকম জায়গায় যে হাতি চলে আসতে পারে সেটাই তো কখনও ভাবিনি। এখানে এসে আমাদের দোকান ভেঙেছে, পাশের দোকান ভেঙেছে। ৫০-৬০ হাজার টাকার জিনিস নষ্টই করেছে। বনদফতর থেকে লোক এসেছিল, দেখেও গিয়েছে। কিন্তু আমরা, এখানে যাঁরা কর্মীরা থাকেন সকলে ত্রস্ত। অনেকে তো রাতে থাকেন এখানে। এখন ভয় পাচ্ছেন।”

Next Article