Death by elephant attack: হাতির হানায় মৃত্যু হল চা বাগানের শ্রমিকের, বিক্ষোভে উত্তাল মাদারিহাট

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 08, 2022 | 5:59 PM

Death by elephant attack: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালো চা বাগানের ৫ নম্বর লাইনের বাসিন্দা। ওই যুবতি ম্যানেজারের বাংলো থেকে ঘরে ফিরছিলেন।

Death by elephant attack: হাতির হানায় মৃত্যু হল চা বাগানের শ্রমিকের, বিক্ষোভে উত্তাল মাদারিহাট
হাতির হানায় মৃত্যু

Follow Us

আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারে হাতির হানায় মৃত্যু হল এক মহিলার। ওই মহিলার পেশায় চা বাগানের শ্রমিক। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট থানার মুজনাই চা বাগানে। চা বাগানের শ্রমিকরা দেহটি পড়ে থাকতে দেখেন। বিষয়টি দেখা মাত্রই উত্তেজিত হয়ে পড়েন চা বাগানের শ্রমিকরা। উত্তেজনা ছড়ায় এলাকায়। চা বাগানের শ্রমিকরাই বিক্ষোভ দেখাতে থাকেন। হাতির হানায় মৃত ব্য়ক্তির নাম মালো গঞ্জু।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালো চা বাগানের ৫ নম্বর লাইনের বাসিন্দা। ওই যুবতি ম্যানেজারের বাংলো থেকে ঘরে ফিরছিলেন। সন্ধ্যায় রাস্তায় হাতির সামনে পড়ে যান। ওই যুবতী দৌড়ে পালিয়ে যাওয়ার সময়ে হাতিটি তাঁকে তাড়া করে। তাঁকে শুঁড়ে পেঁচিয়ে আছাড় মারে। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন যুবতী। তার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় ওই যুবতীর।

এরপরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। দেহটি উদ্ধারে গিয়ে ব্যাপক ক্ষোভের মুখে পড়ে বনকর্মীরা। বনদফতরের মাদারিহাট রেঞ্জ সূত্রে জানানো হয়েছে, মৃতের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। তবে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য এলাকায় হাতির হানা লেগেই রয়েছে। সন্ধ্যার পর হাতির ভয়ে ঘর থেকে বাইরে বেরনো যাচ্ছে না। মাদারিহাটে পরপর মৃত্যুর ঘটনা ঘটেই চলেছে। হাতির প্রবেশ রুখতে পাকাপোক্ত ব্যবস্থার দাবি তুলেছেন তাঁরা। তবে বনদফতরের দাবি, বনকর্মীরা লাগাতর টহল চালান। তার মাঝেও এই ঘটনা ঘটেছে।

Next Article