Boigram: একটা গ্রাম শুধুই বইয়ে ঠাসা, রাজ্যের প্রথম বইগ্রাম পানিঝোড়ায়

Sujit Roy | Edited By: সায়নী জোয়ারদার

Aug 31, 2024 | 9:09 PM

Alipurduar: একদিকে বক্সা ব্যাঘ্র প্রকল্পের ঘন জঙ্গল, অন্যদিকে পানিঝোড়া গ্রাম। বক্সাজুড়ে ছড়িয়ে ছিটিয়ে একাধিক জনপদের মধ্যে পানিঝোড়া এদিন থেকে বইগ্রাম হিসাবে পরিচিতি পেল। জেলা প্রশাসন ও স্থানীয় এক সংস্থার উদ্যোগে এই বইগ্রামের পথ চলা শুরু হল।

Boigram: একটা গ্রাম শুধুই বইয়ে ঠাসা, রাজ্যের প্রথম বইগ্রাম পানিঝোড়ায়
বইগ্রাম পানিঝোড়ায়।
Image Credit source: TV9 Bangla

Follow Us

আলিপুরদুয়ার: বাংলার প্রথম বইগ্রাম পানিঝোড়াতেই। বইকে ভালবেসে একটা গোটা গ্রাম। কেরল কিংবা মহারাষ্ট্রে এমন বইগ্রাম রয়েছে। এ রাজ্যে রাভাভাতখাওয়ার পানিঝোড়া প্রথম বইগ্রাম। শনিবার বিকালে এই বইগ্রামের আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল। আলিপুরদুয়ারের জেলাশাসক আর বিমলা উপস্থিত ছিলেন এদিন। তিনি জানান, শিশুপাঠ্য থেকে চাকরির পরীক্ষার বইও থাকছে এই গ্রন্থাগারগুলিতে।

একদিকে বক্সা ব্যাঘ্র প্রকল্পের ঘন জঙ্গল, অন্যদিকে পানিঝোড়া গ্রাম। বক্সাজুড়ে ছড়িয়ে ছিটিয়ে একাধিক জনপদের মধ্যে পানিঝোড়া এদিন থেকে বইগ্রাম হিসাবে পরিচিতি পেল। জেলা প্রশাসন ও স্থানীয় এক সংস্থার উদ্যোগে এই বইগ্রামের পথ চলা শুরু হল।

পাইলট প্রজেক্ট হিসাবে এই প্রকল্প। দমনপুর হাই স্কুলের শিক্ষক তথা উদ্যোক্তা পার্থ সাহা বলেন, অনেক প্রচেষ্টার পর এটা হল। রাজ্যে এটাই প্রথম বই গ্রাম। তাঁর কথায়, “এই এলাকা আর্থ সামাজিক দিক দিয়ে পিছিয়ে পড়া। এখানে সাত থেকে আটটি আদিবাসী জনজাতি, রাজবংশী এবং সাধারণ মানুষ থাকেন। অনেকেই এখানে ‘ফার্স্ট জেনারেশন লার্নার’। করোনার পর এখানে স্কুলছুটের সংখ্য়া বেড়ে গিয়েছিল। তারা আজ আবার স্কুলে ফিরেছে, বইমুখী হয়েছে। এটাই বইগ্রামের উদ্দেশ্য। এখানে একাধিক লাইব্রেরি রয়েছে। ১৫টা ছোট গ্রন্থাগার, ১টা সেন্ট্রাল লাইব্রেরি আছে এই গ্রামে। গুগল করে যা দেখেছি সম্ভবত এটাই রাজ্যে একমাত্র বইগ্রাম।”

Next Article