আলিপুরদুয়ার: ফের সমবায়ে আর্থিক তছরূপের অভিযোগ আলিপুরদুয়ারে। সম্প্রতি আলিপুরদুয়ারে মহিলা ঋণদান সমবায় সমিতির প্রায় পঞ্চাশ কোটি টাকা তছরূপের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল। ফের একবার তছরূপের অভিযোগ ওঠায় তা নিয়ে শোরগোল শুরু হয়ে গিয়েছে নানা মহলে। আলিপুরদুয়ারের নারারথলিতে পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ব্যাঙ্কের অধীনস্থ মধ্য নারারথলি সমবায় কৃষি উন্নয়ন সমিতির এক কর্মচারীর বিরুদ্ধে উঠেছে এই অভিযোগ।
সূত্রের খবর, বেশ কয়েকটি স্বনির্ভর গোষ্ঠী তাঁদের ঋণ পরিশোধের টাকা জমা দিয়েছিলেন সমবায়ে। সেই টাকা সমবায়ে জমা না করে আত্মসাৎ করার অভিযোগ উঠেছে সমবায়ের কর্মী কল্পনা রায়ের বিরুদ্ধে। বর্তমানে তিনি ওই সমবায় সমিতিতে সহায়কের পদে কাজ করছেন। অভিযোগ, পুরনো ঋণ পরিশোধ করলে আরও বেশি পরিমাণ ঋণ দেওয়ার প্রলোভন দেখানো হয়েছিল স্বনির্ভর গোষ্ঠীগুলিকে। টোপটা দিয়েছিলেন কল্পনা দেবী। স্বনির্ভর গোষ্ঠী সদস্যরা সমবায়ে গিয়ে পুরনো কিস্তির টাকাও দিয়েছিলেন কল্পনা দেবীর হাতে। কিন্তু, কোনও টাকাই জমা পড়েনি বলে অভিযোগ।
যদিও তখনও এ কথা জানতেন না স্বনির্ভর গোষ্ঠীর লোকজন। তাঁরা অপেক্ষা করছিলেন নতুন ঋণের জন্য। এরইমধ্যে সমবায় থেকে তাঁদের দ্রুত ঋণ পরিশোধ করার জন্য নোটিস পাঠানো হয়। সেই নোটিস দেখেই চোখ কপালে উঠে যায় স্বনির্ভর গোষ্ঠীগুলির। খোঁজ নিতেই আসল ঘটনা সামনে আসে। ক্ষোভে ফেটে পড়েন স্বনির্ভর গোষ্ঠীগুলির সদস্যরা। হস্পতিবার সমবায় সমিতির অফিসের সামনে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বিক্ষোভে সামিল হন। ঘটনায় ব্যাপক উত্তেজনা তৈরি হয় এলাকায়। যদিও সমবায় সমিতির কর্মী কল্পনা রায় তাঁর বিরুদ্ধে ওঠা টাকা আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন।