আলিপুরদুয়ার: পুজোর বাকি আর কয়েকদিন। ২০ শতাংশ বোনাসের দাবিতে যখন সরব হয়েছেন চা বাগানের শ্রমিকরা। সেই সময় আবার বন্ধ গেল ডুয়ার্সের রায়মাটাং চা বাগান। ‘সাসপেন্স অফ ওয়ার্ক’ নোটিশ ঝুলিয়ে বেপাত্তা মালিক। পুজোর এক সপ্তাহ আগে কর্মহীন প্রায় ১২০০ শ্রমিক পরিবার।
মঙ্গলবারই চা শ্রমিকদের আন্দোলনে উত্তাল হয় ডুয়ার্স। ২০ শতাংশ বোনাসের দাবিতে পথে নামেন তাঁরা। ওইদিনই আবার শ্রমিকদের বোনাস নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক হয় কলকাতায়। সেই বৈঠকে বোনাসের ফয়সালা হয় ১৯ শতাংশে। কিন্তু নিজেদের দাবিতে অনড় থাকেন চা শ্রমিকরা। এই পরিস্থিতির মধ্যে মঙ্গলবার গভীর রাতে বন্ধ হয়ে যায় রায়মাটাং চা বাগান। রাতের অন্ধকারেই ‘সাসপেন্স অফ ওয়ার্ক’ নোটিস ঝুলিয়ে মালিক কর্তৃপক্ষ বাগান ছেড়ে চলে যায়।
এরপর সকালে কাজে এসে শ্রমিকরা দেখেন বাগানে মালিক নেই। তখনই আর বুঝতে বাকি থাকে না কিছু। এরপরই বিক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। তাঁরা প্রথমে কালচিনি থানায় এসে ক্ষোভ জাহির করেন। পরবর্তীতে কালচিনি নিমতি মোড় এলাকায় পথ অবরোধ করেন। দীর্ঘ প্রায় দুই ঘণ্টার বেশি পথ অবরোধ চলে । ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ ও কালচিনি থানার বিডিও। পরবর্তীতে প্রশাসনের আশ্বাসে অবরোধ উঠে যায়। শ্রমিকরা জানান, এক মাসের বেতন বকেয়া আছে। পুজোর মুখে বেতন ও বোনাস না দিয়ে পালিয়ে গেল মালিক।