আলিপুরদুয়ার : রাজ্যে এই প্রথমবার দুর্ঘটনা এড়াতে পর্যটকদের জন্য বিমা করার উদ্যোগ নিচ্ছে বন দফতর। জঙ্গল সাফারিতে গেলে করতে হবে বিমা। পর্যটকদের নিরাপত্তার স্বার্থেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বিমার জন্য প্রত্যেক পর্যটকের কাছ থেকে ন্যুনতম টাকা কেটে নেওয়া হবে। আপাতত জলদাপাড়া জাতীয় উদ্যান থেকেই এই উদ্যোগ শুরু করা হবে বলে জানিয়েছেন বনমন্ত্রী। মঙ্গলবার তিনি জলদাপাড়ায় ঝটিকা সফরে গিয়েছিলেন। বনদফতরের আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকও করেন তিনি।
এদিন বৈঠক শেষে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সাংবাদিক দের বলেন, আমরা পর্যটকদের জন্য বিমা করে দিচ্ছি। সীমিত সময়ের জন্য এই বিমা করা হবে। এই নিয়ম ভারতবর্ষের কোথাও নেই। যাঁরা সাফারিতে যাবেন কিংবা হাতীতে চড়বেন, তাঁদের জন্য ইন্সুরেন্স করা হচ্ছে। পর্যটকদের প্যাকেজের মধ্যেই এটা ঢুকে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি। বনমন্ত্রী আরও জানিয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব এটা চালু করা হবে জলদাপাড়ায়।
গত ফেব্রুয়ারিতে জলদাপাড়ায় গন্ডারের তাড়া খেয়ে একটি গাড়ি উলটে যায়, তাতে জখম হন বেশ কয়েকজন পর্যটক। গন্ডারের আক্রমণ থেকে কোনও ক্রমে প্রাণে বাঁচেন পর্যটকরা। তারপরই এই সিদ্ধান্ত। মঙ্গলবার বনদফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বক্সার দুটি বনবস্তি খালি করা এবং পাতলাখাওয়াতে দ্বিতীয় গন্ডার আবাস চালুর উদ্যেগ নিয়ে আলোচনা করেন বনমন্ত্রী।
এই নতুন বিমা করার উদ্য়োগে খুশি পর্যটকেরা। রাজ্যের অন্যতম জনপ্রিয় এই জাতীয় উদ্যানে সারা বছরই হয় পর্যটকের ভিড়। এদিন বিমার খবরে পর্যটকেরা জানান, তাঁরা এই উদ্যোগকে স্বাগত জানাবেন। জঙ্গলে বিপদ ঘটতে পারে যখন-তখন। তাই বিমা করা জরুরি বলেই মনে করছেন তাঁরা।