আলিপুরদুয়ার: কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়ে গেল আলিপুরদুয়ারের (Alipurduar) কুমারগ্রামের বিস্তীর্ণ এলাকা। রবিবার রাতে কয়েক মিনিটের ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় কুমারগ্রাম ব্লকের বেশ কিছু এলাকা। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে প্রায় ৯টা-সাড়ে ৯টা নাগাদ ঝড় শুরু হয়। মাত্র কয়েক মিনিটের মধ্যে বেশ কিছু এলাকা লন্ডভন্ড করে দেয়। ভুটান সীমান্ত সংলগ্ন বিত্তিবাড়ি, হলদিবাড়ি, কুমারগ্রামের কিছু অংশও বলাপাড়ায় এই ঝড়ের প্রভাব পড়ে। মোট ১২টি বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। এর সঙ্গে বেশ কিছু বাড়িঘর আংশিক ক্ষতিগ্রস্তও হয়। বহু জায়গায় সুপারি বাগান, গামারি গাছের বাগান মাটিতে মিশে যায়। ক্ষতি হয় ভুট্টা ও পাট চাষের। ব্লক প্ৰশাসনের তরফ থেকে ক্ষতিগ্রস্তদের ইতিমধ্যেই ২২ কেজি করে চাল ও ত্রিপল দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দা কামাক্ষ্যা চৌধুরী বলেন, “এত অল্প সময়ের ঝড়, তাতে একেবারে সব শেষ করে দিল। বিদ্যুতের খুঁটি পড়ে গিয়েছে, একজনের বাড়িতেও আগুন লেগে যায়। সেই যে কারেন্ট গেল বেলা গড়িয়ে আসেনি।” আরেক বাসিন্দা অর্চনা বর্মনের কথায়, “সুপারি গাছ ভেঙে ঘরের উপর পড়েছে। রান্নাঘরের খুব ক্ষতি হয়েছে। সুপারি ছিল গাছে, সব গেল। এখন বিক্রি করা ছাড়া উপায় নেই। রাত ৯টায় ঝড় শুরু হয়। খুব কম সময় ঝড় হয়। কিন্তু তাণ্ডব চলল। প্রধান এসেছিলেন, এসে দেখে গেলেন। কিছু তো বললেনও না।”
কুমারগ্রাম গ্রামপঞ্চায়েতের প্রধান তিমির দাস বলেন, “ক্ষয় ক্ষতি এখানে ১০০-১৫০ লোকের হয়েছে। গাছপালা ঘরের উপর গিয়ে পড়েছে। ২০-৩০টা বাড়ি খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি বিডিওকে নিয়ে যাই। ঘুরে দেখি। চাল, পলিথিন দিয়ে এসেছি।”