আলিপুরদুয়ার: অবশেষে তৃণমূল নেতার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করলেন জলদাপাড়ায় (Jaldapara) অস্থায়ী বনকর্মীরা। তিনদিন ধরে কর্মবিরতি চলছিল জলদাপাড়া জাতীয় উদ্যানোর অস্থায়ী বনকর্মীদের। দাবি ছিল মূলত অস্থায়ী মাহুত, পাতাওয়ালা ও বনরক্ষীদের স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধি। শুক্রবার থেকে আন্দোলন চলছিল। তিনদিন ধরে চলা এই আন্দোলনের পর সোমবার থেকে ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছিলেন তাঁরা। রবিবার তাঁদের সেই কর্মবিরতিতে এসেছিলেন মাদারিহাটের বিজেপি বিধায়ক মনোজ টিগ্গাও। তাঁদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন। সওয়াল তুলেছিলেন তাঁদের দাবি দাওয়া নিয়ে। কিন্তু এদিন তৃণমূল নেতা তথা এসজেডিএ’র চেয়ারম্যান সৌরভ চক্রবর্তীর আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করে নেন অস্থায়ী বনকর্মীরা। আর তৃণমূল নেতার এই আশ্বাসকে ‘ভাঁওতা’ হিসেবেই দেখছেন বিজেপি বিধায়ক।
মনোজ টিগ্গা আন্দোলন প্রত্যাহার প্রসঙ্গে বলেন, অস্থায়ী বনকর্মীদের সঙ্গে গতকাল আমি দেখা করেছি। ওদের বক্তব্য ছিল, বেতন, বোনাস ঠিকঠাক পাচ্ছে না। ওদের স্থায়ীকরণ করা হচ্ছে না। আমি দেখা করার পর তৃণমূল নেতৃত্ব সেখানে গিয়ে দেখা করেছে। কিন্তু এর আগে ওরা দেখা করেনি। ওরা আশ্বাস দিয়েছে, এই সমস্যার সমাধান করে দেবে। আমার প্রশ্ন, গান্ধী মূর্তির পাদদেশে, মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে যাঁরা বসে রয়েছে, তাঁদেরও সমস্যার সমাধানের কথা বলা হয়েছিল। কিন্তু এখনও সমস্যা সমাধান হয়নি। এদেরকেও ভাঁওতা দেওয়া হয়েছে সমস্যার সমাধান করে দেবে। কিন্তু সমস্যার সমাধান হবে না। বিধানসভায় শীতকালীন অধিবেশনে আমি নিজে বনমন্ত্রীর সঙ্গে দেখা করব এবং এই সমস্যা সমাধানের জন্য চেষ্টা করব।”
উল্লেখ্য, সোমবার যখন জলদাপাড়ার অস্থায়ী বনকর্মীরা ধর্মঘটের প্রস্তুতি নিচ্ছিলেন ,ঠিক সেই সময় সেখানে গিয়ে উপস্থিত হন তৃণমূল নেতা সৌরভ চক্রবর্তী । তিনি তাঁদের সঙ্গে আলোচনা করে সমস্যার বিষয়টি নিয়ে বনমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস দেন। এরপরই আন্দোলনকারীরা ধর্মঘট প্রত্যাহার করে নেন।