Alipurduar: যুবক ‘শূন্য’ আলিপুরদুয়ারের এই ১২টি গ্রাম

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Dec 24, 2022 | 12:04 AM

Alipurduar: যুবকদের খোঁজ করলে খালি হাতে ফিরতে হবে আলিপুরদুয়ারের এই গ্রামগুলি থেকে

Alipurduar: যুবক শূন্য আলিপুরদুয়ারের এই ১২টি গ্রাম

Follow Us

আলিপুরদুয়ার: পাহাড়ি গ্রাম। তার সৌন্দর্যে মুগ্ধ হবেন পর্যটকরা (Tourists)। তেমনই অবাকও হবেন গ্রামের ভেতর ঢুকলে। গ্রামে মহিলাদের দেখতে পাবেন। রয়েছেন বয়স্ক পুরুষরাও। কিন্তু, যুবকদের দেখা পাওয়া যাবে না। কারণ, কর্মক্ষম যুবকরা গ্রামে নেই বললেই চলে। এমনই অবস্থা আলিপুরদুয়ারের (Alipurduar) কালচিনি ব্লকের রাজাভাতখাওয়া গ্ৰাম পঞ্চায়েতের বক্সা পাহাড়ের বারোটি গ্ৰাম । কাজের সন্ধানে কর্মক্ষম যুবকরা অধিকাংশ পাড়ি দিয়েছেন ভিনরাজ‍্যে, কাজের সন্ধানে। স্থানীয় বাসিন্দারা বলছেন, বক্সা পাহাড়ে বর্তমানে বিশেষ চাষাবাদ হয় না। একমাত্র আয়ের পথ পর্যটন ব‍্যবসা। তাও তেমন চলছে না। বাধ‍্য হয়ে যুবকরা ঘর ছাড়ছেন। এলাকায় নেই চাকরির সংস্থান। তাই বাধ্য হয়ে ভিনরাজ্যে চলে যাচ্ছেন বক্সা পাহাড়ের অধিকাংশ যুবক।

বক্সা পাহাড়ের এই ১২ টি গ্ৰাম সমুদ্রপৃষ্ট থেকে প্রায় ২৮০০ ফুট উঁচুতে অবস্থিত। যেখানে মূলত ডুকপা জনজাতির বসবাস। আর এই বক্সা পাহাড়ে গ্ৰামে পৌঁছতে হলে পাহাড়ের সরু আকাঁবাকা চড়াই উতরাই পথ অতিক্রম করে হাঁটাপথে পৌছতে হয়। বক্সা পাহাড়ের লেপচাখা, ওচুলুং, বক্সাফোর্ট, সদরবাজার, টাসিগাঁও, খাটালাইন, লালবাংলো, আদমা, চুনাভাটি, লামনা, সেউগাঁও, ফুলবাড়ি- এই বারোটি গ্ৰামে পৌঁছনো খুবই কষ্টকর। এখনও অবধি সম্পূর্ণ সড়ক হয়নি। বিভিন্ন জায়গায় পাহাড়ের ধস নেমে সড়ক ভেঙে গিয়েছে। স্কুল কলেজ, অফিস, বাজার, হাসপাতাল সহ বিভিন্ন দরকারি প্রয়োজনে বক্সা পাহাড়ের এই বারোটি গ্ৰামের বাসিন্দাদের পাহাড়ের পথ বেয়ে হাঁটাপথে পাহাড় থেকে নিচে আসতে হয়।

কালচিনি ব্লকের রাজাভাতখাওয়া গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত এই বক্সা পাহাড়ে গ্ৰামগুলো বলা চলে এখন যুবক শূন্য। গ্ৰামে হাতেগোনা কয়েকজন যুবকের দেখা মিলবে। কেননা এখানকার অধিকাংশ যুবক সিকিম, কালিম্পং, কেরল-সহ বিভিন্ন জায়গায় গিয়েছেন কাজের সন্ধানে।

বক্সা পাহাড়ের প্রবীণ নাগরিক তেনজিং ডুকপা বলেন, গ্ৰামে থেকে কী করবে? এখানে কোনও কাজ নেই। পূর্বে একশো দিনের কাজ হত এখন সেটাও বন্ধ। তাই সবাই বাইরে চলে যাচ্ছে। যারা বয়স্ক, বাইরে গিয়ে কাজ করতে পারে না, তারাই শুধু রয়ে গিয়েছে গ্ৰামে। আর হাতে গোনা কয়েকজন যুবক আছে যাদের হোম স্টে আছে। বক্সা পাহাড়ের বাসিন্দা ইয়নতে ডুকপা জানান, আগে কমলালেবু, বড় এলাচ চাষ হত। এখন সেটা ও হয় না। তাছাড়া এখন পর্যটন ব‍্যবসাও মন্দা বক্সা পাহাড়ে। তাই সবাই কাজের সন্ধানে চলে যাচ্ছে। 

এই বিষয়ে বিজেপি বিধায়ক বিশাল লামা বলেন, “আমাদের জেলা শুধু নয়, আমাদের রাজ‍্যে কোনও শিল্প নেই। সেজন‍্য এখান থেকে কাজের সন্ধানে সবাই ভিনরাজ‍্যে পাড়ি দিচ্ছে। এই নিয়ে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি। কিন্তু সরকারের এই বিষয়ে কোনও চিন্তাভাবনা নেই।” বিজেপিকে পাল্টা আক্রমণ করে তৃণমূল জেলা সভাপতি প্রকাশ চিকবড়াইক বলেন, “কেন্দ্রীয় সরকার দেড় বছর ধরে ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে। এর ফলে গ্ৰামের সাধারণ জনগণ সমস্যায় পড়েছে।”

Next Article