Alipurduar Incident: রাতের অন্ধকারে মহিলার বাড়িতে প্রবেশ, ওসিকেই মারধর করল প্রতিবেশীরা

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Apr 16, 2022 | 10:04 PM

Alipurduar Incident: ওই মহিলার দাবি, ওসি তাঁর স্বামীর বন্ধু ছিলেন। মাঝে মধ্যেই তিনি ওই বাড়িতে আসতেন বলে জানা গিয়েছে।

Alipurduar Incident: রাতের অন্ধকারে মহিলার বাড়িতে প্রবেশ, ওসিকেই মারধর করল প্রতিবেশীরা

Follow Us

আলিপুরদুয়ার: রক্ষকই এবার কাঠগড়ায়। গ্রামবাসীদের হাতে পাকড়াও থানার ওসি। আমজনতার হাতে মারধরও খেলেন তিনি। আলিপুরদুয়ারের ভাটিবাড়ির ঘটনা। ভাটিবাড়ি আউটপোস্টের ওসি পার্থ বর্মনকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। তাঁর জামা,গেঞ্জি ছিঁড়ে দেওয়া হয়েছে। মারধরও করা হয়। পরে ভাটিবাড়ি আউট পোস্টের পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে নিয়ে আসে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে। ওসিকে মারধরের এই ভিডিয়ো রীতিমত ভাইরাল হয়ে গিয়েছে। ভাটিবাড়ি আউটপোস্টের পারোকাটা গ্রামে এই ঘটনা ঘটে।

জানা গিয়েছে, শুক্রবার রাতে পারোকাটা গ্রামে এক বিধবা মহিলার বাড়িতে গিয়েছিলেন ভাটিবাড়ি আউট পোস্টের ওসি পার্থ বর্মন। সেখানে নাকি তিনি মোবাইল চার্জ দিতে গিয়েছিলেন বলে দাবি করেছেন ওসি। কারণ দু দিন ভাটিবাড়িতে কোনও বিদ্যুৎ ছিল না। যদিও প্রতিবেশী তথা ওই মহিলার জা যমুনা দাসের অভিযোগ, ওই অফিসার কে তাঁরা চেনেন না। বৌদির বাড়িতে এসেছিলেন। তিনি ও তাঁর পরিবারের সদস্যরা হাতে নাতে ধরেন ওই ওসিকে। যমুনা দাস বলেন, আমার বাড়ির লোক ও আমি তাঁকে ধরি। আমরা চোর ভেবে ধরি। পুলিশ এলেও আমরা যেতে দিইনি। মাঝে মাঝেই উনি ওই বাড়িতে আসতেন বলে দাবি প্রতিবেশীদের।

এ দিকে যে বাড়িতে ওসি গিয়েছিলেন সেই বাড়ির মহিলা মারধরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি স্পষ্ট জানান, ওই অফিসার তাঁর স্বামীর বন্ধু ছিলেন। একটা নির্দোষ মানুষকে দোষী সাব্যস্ত করা হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন ওই মহিলা। মহিলা বলেন, পার্থবাবুকে দোষী করা হয়েছে। আমাকে দোষী করা হয়েছে। এতে বদনাম হয়েছে। এই ব্যাপারে আমি আইনগত ব্যাবস্থা নেব।

আসল ঘটনা জানতে, আলিপুরদুয়ারের এসডিপিও দেবাশিস চক্রবর্তী ভাটিবাড়ি আউট পোস্টে গ্রামের লোকজনকে ডেকে পাঠিয়েছেন। এ নিয়ে তিনি তদন্ত করে দেখছেন বলে জানিয়েছেন।

আরও পড়ুন: Child Trafficking : শিশু বিক্রি চক্রের নেপথ্যে আর কে কে? হন্যে হয়ে খুঁজছে পুলিশ, আসরে নেমেছেন সিআইডি অফিসাররাও

Next Article