আলিপুরদুয়ার: কথায় আছে, ‘বাঘে ছুঁলে আঠারো ঘা আর পুলিশে ছুঁলে ছত্রিশ’। তা এদিন হাড়ে হাড়ে টের পেলেন জনৈক সৌরভ ধর। আলিপুরদুয়ারে তাঁর গাড়ির সামনে এসে পড়েছিল পুলিশ কর্তার কুকুর। চেষ্টা করেও গাড়ি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। তাঁর গাড়ির চাকায় পিষে মৃত্যু হয় সেই কুকুরের। কিন্তু পুলশ কর্তার প্রিয় পোষ্য বলে কথা। তৎক্ষণাৎ ঘাতক গাড়ির চালককে পাকড়াও করতে নেমে পড়ল বিশাল পুলিশ বাহিনী। পুলিশের যুদ্ধকালীন তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই পাকড়াও হলেন সেই গাড়ি চালক!
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই অভিযুক্ত যুবক বুলেরো গাড়ি নিয়ে আলিপুরদুয়ারের এসডিপিও অফিস কাম বাংলোর সামনে দিয়ে যাচ্ছিলেন। সেই সময় পুলিশ কর্তার কুকুর এসে পড়ে তাঁর গাড়ির সামনে। চাপা পড়ে মৃত্যু হয় তার। ঘটনাটি ঘটে বুধবার সকালে। পুলিশ কর্তার প্রাণের পোষ্য বলে কথা। তাঁর নির্দেশে সঙ্গে সঙ্গে ওই চালকের খোঁজে নেমে পড়ে বিশাল পুলিশ বাহিনী।
প্রায় সঙ্গে সঙ্গেই ওই গাড়ি চালককে ধরার জন্য নামে বিশাল পুলিশ বাহিনী। পাকড়াও করা হয় তাঁকে। এর পর গাড়ি চালককে আটক করে শুরু হয় জিজ্ঞাসাবাদ পর্ব। পুলিশের দাবি, মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন ওই যুবক। তাই এই দুর্ঘটনা। তাই-ই পুলিশ কর্তা হারিয়েছেন তাঁর প্রিয় পোষ্যকে।
জানা গিয়েছে, আটক করার সঙ্গে সঙ্গেই ওই গাড়ি চালকের ডাক্তারি পরীক্ষাও করা হয়। খোঁজ নিয়ে জানা গিয়েছে, ওই গাড়ি চালকের নাম সৌরভ ধর। তাঁর বাড়ি পূর্ব শান্তিনগর এলাকায়। তাঁকে আদালতে তোলার তোড়জোড় শুরু হয়। কোর্ট সূত্রে খবর, এদিন মহালয়ার ছুটি থাকায় কোন আসামীকেই আর আদালতে তোলা হয়নি। তাই ওই গাড়ি চালককে এখন আটক করা হয়েছে।গ্রেফতার করা হয়েছে কিনা সে সম্পর্কে পুলিশ কোনও তথ্য দেয়নি। এদিকে ওই গাড়ি চালকের ডাক্তারি পরীক্ষা করা হয়েছে বলে খবর। কিন্তু তার রিপোর্টও মেলেনি।
আলিপুরদুয়ারের ওই এসডিপিও-র নাম দেবাশিস চক্রবর্তী। এই ঘটনার পর বারবার এসডিপিও মিস্টার চক্রবর্তী-কে ফোন করা হলেও তিনি ফোন তোলেন নি। এছাড়া আলিপুরদুয়ার থানা থেকেও এই দুর্ঘটনা নিয়ে আর কোনও তথ্যই পাওয়া যায়নি। বলা হয়, দুর্গাপুজো নিয়ে গুরুত্বপূর্ণ মিটিং থাকায় পুলিশকর্তারা ব্যস্ত রয়েছেন।
এদিকে পুলিশ আধিকারিকের পোষা কুকুর গাড়ি চাপা দিয়ে এখন অভিযুক্তের তালিকায় গাড়ি চালক সৌরভ ধর। কথায় আছে ‘বাঘে ছুঁলে আঠারো ঘা আর পুলিশে ছুঁলে ছত্রিশ’। আর এই ছত্রিশ ঘা-ই পড়ল গাড়ি চালকের উপর। পুলিশ কর্তা বলে কথা। তার উপর তাঁর প্রাণের কুকুরের দুর্ঘটনায় মৃত্যু। তাই ক্ষমতার অলিন্দে থাকা পুলিশ তো আর ছেড়ে কথা বলবে না। তাই যা হবার হয়েছে। পশুপ্রেমী সংগঠনরা এর প্রশংসা করেছে। তবে স্থানীয়দের দাবি, যে কোনও অপরাধের ঘটনাতেই যদি পুলিশের এমন তৎপরতা দেখা যেত…
আরও পড়ুন: BJP: বিজেপির মিহিরের সঙ্গে তৃণমূল জেলা সভাপতির সাক্ষাৎ, দিনহাটার ভোটের আগে শিবির বদল?