Ras Mela: ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে হুমকি, বন্ধ ঐতিহ্যবাহী রাস উৎসব

Sujit Roy | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 25, 2023 | 7:22 AM

Ras Mela: পুলিশ দুর্গাবাড়ি পুজো কমিটির পাশে থাকার আশ্বাস দিয়েছে। তিনি বলেন,  "এই নিয়ে আমরা এখন ও কোন সিদ্ধান্ত নিতে পারিনি।পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর কলকাতা থেকে ফিরে এলে তার সঙ্গে বসে কথা বলা হবে।

Ras Mela: ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে হুমকি, বন্ধ ঐতিহ্যবাহী রাস উৎসব
রাস মেলা
Image Credit source: TV9 Bangla

Follow Us

আলিপুরদুয়ার : দুষ্কৃতীদের হুমকির অভিযোগ। আলিপুরদুয়ার দুর্গাবাড়িতে ঐতিহ্যবাহী রাস উৎসব হচ্ছে না। দুষ্কৃতীদের হুমকিতে মেলার কাজ করা দুটি ইভেন্ট সংস্থা কাজ বন্ধ করে চলে গিয়েছে বলে অভিযোগ । ফলে দুর্গাবাড়ি পুজো কমিটি সাংবাদিক বৈঠক ডেকে মেলা না করার সিদ্ধান্তের কথা জানিয়েছে।   আলিপুরদুয়ারে দুর্গাবাড়ির ৭৭তম ঐতিহ্যবাহী রাস উৎসব এবার না হওয়ায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। এ ব্যাপারে দুর্গাবাড়ি পুজো কমিটির কোষাধ্যক্ষ পরিতোষ বিশ্বাস বলেন, এ নিয়ে আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

পুলিশ দুর্গাবাড়ি পুজো কমিটির পাশে থাকার আশ্বাস দিয়েছে। তিনি বলেন,  “এই নিয়ে আমরা এখন ও কোন সিদ্ধান্ত নিতে পারিনি।পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর কলকাতা থেকে ফিরে এলে তার সঙ্গে বসে কথা বলা হবে। কিন্তু মেলা করার সমস্যা হচ্ছে সার্কাস, নাগরদোলা কিংবা বাইরে থেকে আসা দোকানদের সঙ্গে আমরা কীভাবে যোগাযোগ করব?”
তাঁর বক্তব্য, এসব দেখার জন্য দুটি সংস্থাকে তো দায়িত্ব দেওয়া হয়েছিল। তাদের হুমকি দেওয়ায় তারা কাজ বন্ধ করে দিয়েছে। কারা হুমকি দিয়েছে, তা তিনি স্পষ্ট করে কিছু বলতে পারেননি। পুলিশ প্রশাসন জানিয়েছে, “আমরা মেলা কমিটিকে সর্বোতভাবে সহযোগিতা করব।” এখন আলিপুরদুয়ারবাসী অপেক্ষায় রাস উৎসব হচ্ছে কিনা।

Next Article