Elephant: ব্যাকুল ভাবে কাছে চাইছিল সঙ্গীকে, না পেয়ে মাহুতের এ কী অবস্থা করল হাতি

Sujit Roy | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 25, 2023 | 5:44 PM

Elephant: আজ ভৈরবের হাট সংলগ্ন ময়রাডাঙা বিটের জঙ্গলে সুন্দরকে দেখতে পান বনকর্মীরা। এরপর হাতিকে ফেরত আনতে যান দীপক। কিন্তু তাঁকে দেখে সুন্দর তেড়ে আসে। আক্রমন করে। মাহুত দীপক কার্যীকে পিষে মেরে ফেলে বলে জানান তাঁর অন্য সহকর্মীরা।

Elephant: ব্যাকুল ভাবে কাছে চাইছিল সঙ্গীকে, না পেয়ে মাহুতের এ কী অবস্থা করল হাতি
হাতি কী হাল করল মাহুতের
Image Credit source: Tv9 Bangla

Follow Us

আলিপুরদুয়ার: হাতিকে স্নান করাতে নিয়ে গিয়েছিলেন মাহুত। তাঁকে ফেলেই পালিয়ে গিয়েছিল সুন্দর নামের ওই কুনকি হাতি। পরে অনেক খোঁজাখুঁজি করার পর তাঁকে খুঁজে পায় ওই বনকর্মী। কিন্তু দীপককে দেখেই বেজায় চটল দাঁতাল। শুঁড় দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিল তাঁকে। পিষে মেরে ফেলা হয়।

বনদফতর সূত্রে খবর, শুক্রবার জলদাপাড়া পূর্ব রেঞ্জের একটি কুনকি হাতি ‘সুন্দর’কে স্নান করাতে নিয়ে যায় মাহুত দীপক কার্যী। মৃত মাহুতের সহকর্মীরা বলছেন, দীপক স্নান করার জন্য সুন্দরকে নিয়ে যেতেই সে তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায়। এরপর থেকে আর খোঁজ মেলেনি তাঁরা।

আজ ভৈরবের হাট সংলগ্ন ময়রাডাঙা বিটের জঙ্গলে সুন্দরকে দেখতে পান বনকর্মীরা। এরপর হাতিকে ফেরত আনতে যান দীপক। কিন্তু তাঁকে দেখে সুন্দর তেড়ে আসে। আক্রমন করে। মাহুত দীপক কার্যীকে পিষে মেরে ফেলে বলে জানান তাঁর অন্য সহকর্মীরা। আহতকে আশঙ্কাজনক অবস্থায় ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। জানা যাচ্ছে, বিকেল গড়িয়ে গেলেও হাতিকে বাগে আনতে পারেননি বনকর্মীরা। জানা গিয়েছে, সুন্দর ময়রাডাঙা বিটের জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে।

তবে কুনকি হাতির আক্রমণে জলদাপাড়া জাতীয় উদ্যানে মাহুতের মৃত্যু নতুন ঘটনা নয়। মাস কয়েক আগে জলদাপাড়াতে কুনকি হাতির আক্রমনে মাহুত গুরুতর জখম হয়েছিলেন। মাহুতকে পিঠ থেকে ফেলে দিয়েছিল হাতিট। এর পর আজ ফের কুনকি হাতি পিষে দিল মাহুতকে। বন দফতরের দাবি, হাতিটির প্রজননের সময় এসে গিয়েছিল। সেই কারণে সঙ্গীকে কাছে পেতেই এই আচরণ করছিল।

Next Article