Kalbaisakhi: তুমুল ঝড়ের দাপটে উপড়ে এল গাছ, ভেঙে পড়ল বিদ্যুতের খুঁটি… ওলটপালট সবকিছু

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

May 23, 2022 | 10:02 PM

Weather Update: ২৩ মে থেকে ২৫ মে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। ২৬ ও ২৭ মে দক্ষিণবঙ্গে যখন বৃষ্টির পরিমাণ কমবে, সেই সময় আরও কিছুটা বৃষ্টি শক্তি বাড়াবে উত্তরের জেলাগুলিতে।

Kalbaisakhi: তুমুল ঝড়ের দাপটে উপড়ে এল গাছ, ভেঙে পড়ল বিদ্যুতের খুঁটি... ওলটপালট সবকিছু
ঝড়ের পর আলিপুরদুয়ারের ছবি।

Follow Us

আলিপুরদুয়ার ও ধূপগুড়ি: সোমবার ঘণ্টাখানেকের ঝড়। তছনছ করে দিল আলিপুরদুয়ার, জলপাইগুড়ির ধূপগুড়ি-সহ উত্তরবঙ্গে বিভিন্ন জায়গা। সোমবার সন্ধ্যায় এক ঘণ্টার কালবৈশাখীতে লণ্ডভণ্ড হয়ে গিয়েছ আলিপুরদুয়ারের এথেলবাড়ির বিস্তীর্ণ এলাকা। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি চাবাগান এলাকা। এদিন হঠাৎই বিকেলে চারদিক কালো করে আসে। দেখতে দেখতে শুরু হয় তুমুল ঝড়। চারদিক তোলপাড় করে চলে ঝড়ের তাণ্ডব। ঝড়ের দাপটের সঙ্গে পাল্লা দিয়ে বৃষ্টি। ঝড় শুরু হতেই বিভিন্ন এলাকায় বিদ্যুৎ চলে যায়। বেশ কয়েক জায়গায় বিদ্যুতের ট্রান্সফরমার ভেঙেও পড়ে। উপড়ে আসে গাছ, রাস্তার ধারে ভেঙে পড়ে বিদ্যুতের খুঁটি।

অন্যদিকে ধূপগুড়ির বিস্তীর্ণ এলাকায়ও শতাধিক গাছ ভেঙে পড়ে এদিনের ঝড়ে। বিদ্যুৎহীন হয়ে পড়ে বহু এলাকা। মূলত ধূপগুড়ি ব্লকের মাগুরমারি-১ গ্রাম পঞ্চায়েত, সাঁকোয়াঝোড়া-১ গ্ৰামপঞ্চায়েতের বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি ধূপগুড়ি-নাথুয়া রাজ্য সড়কের উপর গাছ পড়ে বন্ধ হয়ে যায় যান চলাচল। ধূপগুড়ি থেকে নাথুয়াগামী রাজ্য সড়কে কালিরহাট এলাকায় বেশ কয়েকটি গাছ রাস্তার উপরে পড়ে যাওয়ায় রাস্তাও বন্ধ হয়ে পড়ে। ঝড়ের পর থেকে মাগুরমারি-১ গ্রামপঞ্চায়েতের পাইকারপাড়া, ঘোষ পাড়া, বোসের ডাঙা এলাকা অন্ধকারে ডুবেছে।

সোমবার থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় বিকেলের পর কালবৈশাখীরও দেখা মিলেছে। ২৩ মে থেকে ২৫ মে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। ২৬ ও ২৭ মে দক্ষিণবঙ্গে যখন বৃষ্টির পরিমাণ কমবে, সেই সময় আরও কিছুটা বৃষ্টি শক্তি বাড়াবে উত্তরের জেলাগুলিতে। কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।

Next Article