Alipurduar: ফুল বদল যেন থামছে না, পদ্ম থেকে প্রায় ১০ কর্মীর যোগদান ঘাসফুলে

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 07, 2021 | 8:13 AM

BJP: পাশাপাশি বিজেপির সাধারণ সম্পাদক অর্জুন দেবনাথ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।

Alipurduar: ফুল বদল যেন থামছে না, পদ্ম থেকে প্রায় ১০ কর্মীর যোগদান ঘাসফুলে
আলিপুরদুয়ারে দল বদল (প্রতীকী ছবি)

Follow Us

আলিপুরদুয়ার: বিজেপিতে (BJP) ভাঙন অব্যাহত। বড়বড় নেতা থেকে শুরু করে ছোট কর্মী, ঘর ভাঙা যেন কোনও ভাবেই থামানো যাচ্ছে না। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ পুরো ছবি এক।

গতকাল, আলিপুরদুয়ারের গেরুয়া শিবিরে বড়সড় ধস নামে। আলিপুরদুয়ারের ২ নং ব্লকের দশজন মণ্ডল কমিটির সভাপতি সহ জেলা বিজেপির সাধারণ সম্পাদক অর্জুন দেবনাথ বিজেপি (BJP) ছেড়ে তৃণমূল কংগ্রেসে (Tmc) যোগদান করেন।

জানা গিয়েছে,আলিপুরদুয়ারের জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয় অফিসে এসে জেলা বিজেপির এই নেতৃত্ব যোগদান করেন। যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ চিক বড়াইক,জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান মৃদুল গোস্বামী এবং এস.জি.ডি.এ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জীত ধর সহ প্রমুখ।

আলিপুরদুয়ারে লোকসভা,বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয় হলেও এই মুহুর্তে তৃণমূল কংগ্রেস অনেকটাই শক্তিশালী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আলিপুরদুয়ারে তৃণমূল কংগ্রেসের পরাজয় হওয়ার পর থেকেই জেলা তৃণমূল নেতৃত্ব সংগঠনকে আরও মজবুত করতে কোমর বেঁধে নেমেছে ময়দানে। নির্বাচনের ফলাফলের পর থেকেই আলিপুরদুয়ারে একের পর এক ঝাঁক বিজেপি কর্মীরা যোগদান করছেন। সূত্রের খবর, জেলা তৃণমূল কংগ্রেস অঞ্চল থেকে সিদ্ধান্ত গৃহীত হওয়ার পরই দলে যোগদান করানো হবে। আলিপুরদুয়ারের তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ চিক বড়াইক বলেন, “ভাতৃদ্বিতীয়ার শুভদিনে আলিপুরদুয়ার-২ নং ব্লকের এক ঝাঁক বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। অঞ্চল থেকেই সিদ্ধান্ত গৃহীত হওয়ার পরই দলে যোগদান করানো হবে। আগামী পঞ্চায়েত নির্বাচনে বিজেপি কোনো আসন পাবেনা এই ব্লকে। ”

এদিকে, কিছুদিন আগেই বিজেপি ছেড়ে ঘরওয়াপসি হয় রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajib Banerjee)। দিল্লিতে গিয়ে দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মন্ত্রী তথা ডোমজুড়ের প্রাক্তন বিধায়ক দলে ফিরলেন ত্রিপুরায় গিয়ে! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা থেকে বিজেপিকে নিশানা করার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্ষমা চাইলেন রাজীব। জানান তিনি লজ্জিত ও অনুতপ্ত।

মঞ্চে কুণাল ঘোষের পর বক্তব্য রাখেন রাজীব বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে জটিলতা নিয়ে বিজেপিকে কটাক্ষ করে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, “খালি আমি ভাবছি এত ভয় কীসের? ভয় কখন হয়? যখন গদি টলমল হয়। আর আজ ত্রিপুরায় গদি টলমল হয়ে গেছে। তাই এত ভয় পাচ্ছেন…”

গতকাল আবার আর এক বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়ের বিজেপি ছাড়ার খবর সামনে এসেছে। তবে এখনও তিনি তৃণমূলে যোগদান করেননি বলেই খবর। ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে জয়ের কেন্দ্রীয় নিরাপত্তা। পাশাপাশি খবর মিলেছে জাতীয় কর্মসমিতি থেকেও সরিয়ে দেওয়া হয়েছে তাঁকে। এই বিষয়ে জয় বন্দ্যোপাধ্য়ায় জানিয়েছেন, তিনি বিজেপি ছাড়ছেন। যেই দলের সঙ্গে মানুষ নেই সেই দলে থেকে কোনও লাভ নেই। যেই দলে মানুষ রয়েছেন সেখানেই তিনি যাবেন। কারণ সেখানেই কাজ করার সুযোগ পাবেন।

আরও পড়ুন: Behala Clash: ফের ১২১ নম্বর ওয়ার্ড! ভাইফোঁটার রাতে গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত বেহালা

Next Article