Abhishek Banerjee: ‘১ কোটি চিঠি নিয়ে যাব, দিল্লি স্তব্ধ করে দেব’, নববর্ষে নতুন কর্মসূচি অভিষেকের

Apr 08, 2023 | 4:48 PM

Abhishek Banerjee: সোমবার আলিপুরদুয়ারে সভা ছিল অভিষেকের। সেই সভার আদ্যোপান্তই বকেয়া ১০০ দিনের টাকা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান অভিষেক। ঘোষণা করলেন পয়লা বৈশাখের নতুন কর্মসূচিও।

Abhishek Banerjee: ১ কোটি চিঠি নিয়ে যাব, দিল্লি স্তব্ধ করে দেব, নববর্ষে নতুন কর্মসূচি অভিষেকের
অভিষেক বন্দ্যোপাধ্যায় (ছবি: ফেসবুক)

Follow Us

আলিপুরদুয়ার: ‘১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র’বারংবার এই অভিযোগে সরব হয়েছে রাজ্যের শাসকদল। আসন্ন পঞ্চায়েত ভোটে বকেয়া টাকার ইস্যুকে হাতিয়ার করে বিজেপি-র বিরুদ্ধে মাঠেও নেমে পড়েছে ঘাসফুল শিবির। এই পরিস্থিতিতে কেন্দ্রের উপর আরও চাপ বাড়াচ্ছে তারা। সোমবার আলিপুরদুয়ারে সভা ছিল অভিষেকের। সেই সভার আদ্যোপান্তই বকেয়া ১০০ দিনের টাকা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান অভিষেক। ঘোষণা করলেন পয়লা বৈশাখের নতুন কর্মসূচিও।

আলিপুরদুয়ারের ১ নম্বর ব্লকের বাবুরহাট মাঠে এ দিনের সভা ছিল তৃণমূল নেতার। শুরুতেই তিনি বলেন, ‘৯ মাস আগে ধুপগুড়িতে একটা সভা করে গিয়েছিলাম। সেখানে রাজনৈতিক কথা বলব না বলেছিলাম। আজ আমি রাজনৈতিক বক্তব্য রাখব। তবে আগেও আমি ভোট চাইনি, আজও আমি ভোট চাইব না। বিজেপি দল ও সরকার যে ভাবে মানুষকে ভাতে মারার কৌশল নিয়েছে, তার বিরুদ্ধে আমি আজ মুখ খুলবই।’

এ দিন অভিষেক বলেন, ‘বুথ সভাপতি, অঞ্চল সভাপতি, ব্লক সভাপতিদের অনুরোধ করব, প্রত্যেক বুথে কারা ১০০ দিনের কাজে শোষিত ও অবহেলিত তার তালিকা তৈরি করে মানুষের কাছে কাছে যান। বিস্তারিত চিঠি করুন, প্রধানমন্ত্রী ও গ্রামোন্নয়ন মন্ত্রীকে। ২০ লাখ পরিবার কাজ করে বসে আছে। এদের টাকা আটকে রেখেছে। ২ কোটি ৬২ লক্ষ মানুষের কাছে আমাদের যেতে হবে। ১৬ এপ্রিল থেকে এই কর্মসূচি শুরু হবে। বুথ সভাপতিরা বুথে বুথে যাবে। এক মাসে এক কোটি চিঠি তৈরি করে রাখুন। এক মাস পরে আমার প্রতিনিধি সেই চিঠি আনবে। আমি সেই চিঠি নিয়ে দিল্লি যাব। দেখি কানে তুলো দিয়ে বসে থাকতে পারে কি না।”

আজ ‘দিল্লি স্তব্ধ করে দেওয়ারও’ হুঁশিয়ারি দেন অভিষেক। বলেন, “আমাকে আপনারা সই দিন, আমি একশো দিনের টাকা ছিনিয়ে আনব। জেনে রাখো, দিল্লিতে বৃহত্তর আন্দোলন হবে৷ তোমরা যে ভাষায় বোঝো, আমি সেই ভাষাতেই উত্তর দিতে জানি৷ দিল্লি স্তব্ধ করে ছাড়ব।” একই সঙ্গে অভিষেক বলেন, ‘দরকার হলে ১০০ দিনের এই ভাইবোনদের দিল্লি নিয়ে যাব। তাদের থাকার খাওয়ার ব্যবস্থা করব। তবে হকের টাকা ছিনিয়ে আনব।’

প্রসঙ্গত, রাজ্যে ১০০ দিনের কাজে দুর্নীতি হয়েছে এই অভিযোগে কেন্দ্র ১০০ দিনের কাজের প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে। এরপর থেকেই সরব হয়েছে এ রাজ্যের শাসকদল। এ দিন বক্তব্য পেশ করতে গিয়ে অভিষেক সিবিআই তদন্তেরও দাবি জানিয়ে বলেন, “আমি তর্কের খাতিরে ধরে নিলাম ১০০ দিনের কাজে দুর্নীতি হয়েছে। ২০ লক্ষ পরিবারের মধ্যে যদি ২ হাজার লোক দুর্নীতি করে আপনি জেলে ঢোকান। তৃণমূল কংগ্রেস চোরদের বুক দিয়ে আটকে রাখে না। আমরা চাই ওই দু’হাজার লোককে শাস্তি দিয়ে বাকি ১৯ লক্ষ ৯৮ হাজারের টাকা আপনাকে ছাড়তে হবে।”

Next Article