Alipurduar chaos: তৃণমূল নেতাকে ‘বিধায়ক’ সম্বোধন স্বাস্থ্য দফতরের! তোলপাড় আলিপুরদুয়ার

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 24, 2021 | 8:27 PM

Alipurduar: সৌরভ চক্রবর্তী হলেন প্রাক্তন বিধায়ক। তাঁকেই বিধায়ক বলে সম্বোধন।

Alipurduar chaos: তৃণমূল নেতাকে বিধায়ক সম্বোধন স্বাস্থ্য দফতরের! তোলপাড় আলিপুরদুয়ার
প্রাক্তন বিধায়ককে বিধায়ক বলে সম্বোধন (নিজস্ব ছবি)

Follow Us

আলিপুরদুয়ার: ‘নন এমএলকে’ সম্মানীয় বিধায়ক হিসেবে আখ্যা দিল স্বাস্থ্য দফতর। অথচ বর্তমান বিধায়ক অন্যজন। স্বাভাবিক ভাবেই একটি সরকারী স্বাস্থ্যভবনের চিঠিতে এত বড় ভুল হওয়া নিয়ে উঠছে প্রশ্ন।

কী ঘটেছে?
আলিপুরদুয়ার জেলা হাসপাতালের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান হলেন প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী। স্বাস্থ্যভবন থেকে পাঠানো ওই অর্ডার কপিতে সৌরভ চক্রবর্তীকে সম্মানীয় বিধায়ক লেখা হয়েছে। যার কারণে এই কপি নিয়ে আলিপুরদুয়ারে বিরুপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

সৌরভ চক্রবর্তী হলেন প্রাক্তন বিধায়ক। বর্তমানে দায়িত্ব ভার সামলাচ্ছেন সুমন কাঞ্জিলাল। স্বাভাবিক ভাবেই একটি সরকারী স্বাস্থ্যভবনের চিঠিতে এত বড় ভুল কী করে হয় তাই নিয়ে শুরু হয়েছে জল্পনা?

এই ব্যাপারে আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল বলেন, “সংবাদ মাধ্যমের বন্ধুদের কাছে ও হোয়াইটস অ্যাপে বিষয়টি দেখলাম। রাজ্য সরকার প্রাক্তন বিধায়ককে বর্তমান বিধায়ক বলছেন। ওই সরকারী চিঠিতে এক নম্বরে প্রাক্তন বিধায়ককে বর্তমান বিধায়ক বলেছেন।এটি টেকনিক্যাল ভুল না অন্য কিছু তা প্রশাসনই বলবে। প্রাক্তন বিধায়ককে বর্তমান বিধায়ক বলছেন। এটা কেন বলছেন তা বলা সরকারের দায়িত্ব।”

এই নিয়ে আলিপুরদুয়ার এ রাজনৈতিক তরজা তুঙ্গে। যদিও এ ব্যাপারে প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী বলেছেন, ‘চিঠিটি তো আমি লিখিনি।সরকার দিয়েছে।’

প্রসঙ্গত, আলিপুরদুয়ারে এর আগে আধার কার্ড নিয়ে বিতর্ক তৈরি হয়। একের পর এক নির্বাচন পেরিয়ে গিয়েছে। ঘোষণা করা হয়েছে একাধিক জনমুখী প্রকল্প। কিন্তু যে আধার কার্ডের দৌলতে সরকারি সমস্ত সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে সেই আধার কার্ডই  (Aadhar Card) পাননি অনেকে। অবশেষে আধার কার্ড করাতে সেন্টারের বাইরে দীর্ঘ লাইন দিয়েছেন মানুষ। আর তাতেই সক্রিয় হয়েছে বেশ কিছু দালাল গোষ্ঠী। মোটা টাকা দিলেই আগে আগে দিয়ে দেওয়া হচ্ছে টোকেন। দ্রুত মিলছে আধার কার্ড! এমনই চাঞ্চল্যকর ছবি আলিপুরদুয়ার শহরের মায়া টকিজ মোড়ে।

এলাকাবাসীর অভিযোগ, অনেকদিন পেরিয়ে গেলেও আধার কার্ড পাননি কেউ। অবশেষে যখন আধার কার্ড ফের তৈরির ব্যবস্থা করা হল, তখন সেন্টারের বাইরে রীতিমতো নোটিশ টাঙিয়ে দেওয়া হল প্রতিদিন মোট ১২০ জনের আধার কার্ড তৈরির টোকেন মিলবে। তারমধ্যে ৬০ জন পুরুষ ও ৬০ জন মহিলা। এদিকে, আধার কার্ড না পাওয়ার সংখ্যা প্রায় হাজার ছাড়িয়েছে। এতজনের আধার কার্ড তাহলে কবে মিলবে? অগত্যা, সেন্টারের বাইরেই একরকম সংসার পেতে ফেলেছেন তাঁরা।

 

আরও পড়ুন: Tourist death in Digha: সমুদ্র সৈকতে লোভনীয় ‘কাঁকড়াই’ ফের প্রাণ কাড়ল পর্যটকের!

Next Article