Weather Update: মোদী আসার আগেই আলিপুরদুয়ারে জারি হল লাল সতর্কতা
Weather Update: আবহাওয়াবিদরা জানাচ্ছেন, অতি ভারী বৃষ্টি হলে পাহাড়ি রাস্তায় দেখা দিবে ধস। দুপুরে প্রধানমন্ত্রীর সভা। দুর্যোগ উপেক্ষা করেই বিজেপি কর্মীরা বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করেছেন।

জলপাইগুড়ি: আজ, আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা। এদিকে, আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এদিকে, সকাল থেকেই আকাশের মুখ ভার। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। রাতে বিক্ষিপ্তভাবে হয়েছে ডুয়ার্সের বিভিন্ন জায়গায় বৃষ্টি। সকাল থেকে এই ডুয়ার্সের আকাশ মেঘলা। আগামী দু’দিন অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পাঁচ জেলায়।
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, অতি ভারী বৃষ্টি হলে পাহাড়ি রাস্তায় দেখা দিবে ধস। দুপুরে প্রধানমন্ত্রীর সভা। দুর্যোগ উপেক্ষা করেই বিজেপি কর্মীরা বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করেছেন।
বৃহস্পতিবার সকালে সাগরে আরও সুস্পষ্ট আকার নিয়েছে নিম্নচাপ। আলিপুরদুয়ারে শুক্রবার লাল সতর্কতা জারি করা হয়েছে। প্রবল বর্ষণ হতে পারে সেখানে। এ ছাড়া রবিবার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং কোচবিহারে।

