আলিপুরদুয়ার: কোচবিহারের পর এবার আলিপুরদুয়ার। মাত্র ১৫ মিনিটের ঝড়। তাতেই লন্ডভন্ড ফালাকাটা ব্লক। সোমবার দিনভর সেই পরিস্থিতি সামাল দিতে গিয়ে হিমশিম খেতে হয়েছে ফালাকাটার মানুষকে। রবিবার সন্ধ্যায় হঠাৎই ওলটপালট হাওয়া দিতে শুরু করে। সঙ্গে শিলাবৃষ্টি। আচমকা এই দুর্যোগের জেরে ফালাকাটা পুর এলাকার পাশাপাশি ফালাকাটা ব্লকের প্রায় ৩ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। যে সমস্ত বাড়িতে টিনের চাল, বেশির ভাগই ফুটো হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই এর জেরে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। প্রায় কয়েক হাজার পরিবার বিপাকে পড়েছে। রবিবার সন্ধ্যা ৬টার পর ফালাকাটা জুড়ে তুমুল শিলাবৃষ্টি শুরু হয়। ফালাকাটা শহরের স্থানীয়দের একাংশ জানান, এরকম শিলাবৃষ্টি আগে তাঁরা দেখেননি। শুধু বসতবাড়ির ক্ষতিই নয়, বেশ কিছু গাড়িরও ক্ষতি হয়েছে এই আচমকা শিলাবৃষ্টির জেরে। এদিকে সোমবার এলাকার বিভিন্ন দোকানে এক লাফে অনেকটাই বেড়েছে টিনের দাম। শুধু তাই নয়, কদর বেড়েছে মিস্ত্রীদেরও। এক ডাকে পাওয়াই দুষ্কর হয়েছে তাঁদের। ফালাকাটার বিডিও সুপ্রতীক মজুমদার বলেন, প্রায় ৩ হাজার ত্রিপল ইতিমধ্যেই বিলি করা হয়েছে।
ফালাকাটা শহর লাগোয়া কোচবিহার চা বাগানেও এই শিলাবৃষ্টির জেরে ভয়ানক ক্ষতি হয়। বাগানের ম্যানেজার পিডি শর্মা জানান, প্রায় ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে। চা বিশেষজ্ঞ রাম অবতার শর্মা বলেন, শিলাবৃষ্টিতে যে চা বাগানগুলি সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলিতে অন্তত দু’ মাস কোনও উৎপাদন সম্ভব হবে না। ডুয়ার্সের মাদারিহাট ব্লকেও বেশ কিছু চা বাগানে এই শিলাবৃষ্টি ব্যাপক ক্ষতি করেছে।
রবিবারের সন্ধ্যায় কোচবিহারে ঝড়ের তাণ্ডবে দু’জন প্রাণ হারান। মাত্র ২৫ মিনিটের ঝড়ে কার্যত তোলপাড় হয়ে গিয়েছে কোচবিহারের বিস্তীর্ণ এলাকা। ৭০ জনের বেশি মানুষ গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হন। চারদিকে শুধুই হাহাকারের ছবি। সোমবার ক্ষতিপূরণের দাবিতে ফালাকাটা কোচবিহার জাতীয় সড়কে বিক্ষোভ দেখান সাধারণ মানুষ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।