আলিপুরদুয়ার: উদ্বোধনের সময় হয়েছিল বহুল প্রচার। আলিপুরদুয়ারের (Alipuduar) শীতাতপ নিয়ন্ত্রিত রবীন্দ্র মঞ্চ (Rabindra Mancha) ব্যাপক চর্চা হয়েছিল নাগরিক মহলেও। তৈরি করতে খরচ হয়েছিল ১০ কোটি টাকা। কিন্তু, উদ্বোধনের অনুষ্ঠান হয়েছিল মাত্র ২ দিন। তারপর থেকে কার্যত অব্যবহৃত অবস্থাতেই পড়ে রয়েছে গোটা মঞ্চটিই। নষ্ট হতে বসেছে সাউন্ড সিষ্টেম, এসি। আর সে কারণেই রবীন্দ্র মঞ্চ নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে আলিপুরদুয়ারে নাট্যপ্রেমী ও সঙ্গীতপ্রেমীদের মধ্যে। মাঝে মাঝেই এখানে চুরির ঘটনা ঘটছে বলেও শোনা যাচ্ছে। অভিযোগ, নানা অসামাজিক কাজকর্মও চলছে এখানে।
সম্প্রতি মঞ্চটি পরিদর্শন করেন আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর। সঙ্গে ছিল উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রতিনিধি দল। তিনি জানিয়েছেন এখনও পর্যন্ত এখানে যা কিছু নষ্ট হয়েছে তা ঠিক করে দ্রুত পুরসভাকে হস্তান্তরিত করবে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। তিনি আরও বলেন, “আমরা কিছুদিনের মধ্যে এটা খুলে দেব। অনেক জিনিসের মেরামতি করা হবে। সব কিছু খতিয়ে দেখা হয়েছে। আমরা এটিকে নিয়ে নতুন ভাবে শুরু করব।”
এদিকে তিন বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে রবীন্দ্র মঞ্চ। সরকারের কোটি কোটি টাকা খরচ করে মঞ্চ তৈরি হলেও কেন তার আজ এই বেহাল অবস্থা সে প্রশ্ন তুলছেন আলিপুরদুয়ারের সাধারণ মানুষও। কেন সংশ্লিষ্ট দফতরের তরফে মঞ্চটির দেখভাল করা হল না সে প্রশ্নও উঠেছে। যদিও বর্তমানে পুরসভার তরফে ফের মঞ্চটি নতুন করে খুলে দেওয়ার কথা জানানো হলেও চাপানউতর চলছে নানা মহলে। প্রতিশ্রুতি মিললেও সারাইয়ের কাজ কবে শেষ হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।