ঘাটাল: মাঝরাতে হাসপাতাল থেকে নিখোঁজ রোগী। এই অভিযোগকে সামনে রেখে বৃহস্পতিবার ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকেরা। গত মঙ্গলবার শারীরিক অসুস্থতা নিয়ে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন দাসপুর থানার সুপা এলাকার বাসিন্দা রণজিৎ সামন্ত।
বুধবার রাতের খাবার খাওয়ার পর আচমকাই তিনি নিখোঁজ হয়ে যান বলে অভিযোগ। ছেলে সন্তু সামন্তের কথায়, “১০টার দিকে খাওয়াদাওয়ার পর শুইয়ে পড়ে বাবা। দু’রাত জাগা। আমারও চোখ লেগে যায়। বাবার পাশেই শুয়েছিলাম। মামা ছিল পাশের বেডে। দেড়টার পর উঠে মামা আমাকে ডাকছে। বলছে বাবা নেই এখানে। বাথরুম, সব ঘরে খুঁজলাম কোথাও নেই। হাসপাতালের সবটা দেখলাম কোথাও নেই। বাসস্ট্যান্ড গিয়েও দেখি ফাঁকা। হাসপাতালের লোকেরা বলছে, আমরা কেন ঘুমিয়ে পড়লাম। খালি কি বাড়ির লোকের দোষ। ঘাটাল থানাও বলছে খোঁজ করতে আগে।”
রাতে হাসপাতালে ছিলেন নিতাই ভুঁইয়্যা নামে নিখোঁজ রোগীর এক আত্মীয়। তিনি বলেন, “আমার জামাইবাবু হন যিনি নিখোঁজ। রোগী উঠে চলে গিয়েছে। চারদিকে খোঁজ চলছে। কেউ খুঁজে পায়নি। স্যালাইন চলছিল রোগীর। তিনি কীভাবে উঠে চলে গেলেন সেটাই তো মাথায় আসছে না। হাসপাতালের কি কোনও দায়িত্বই নেই? আমরা থানাতেও গিয়েছি। ওখানে বলছে ২৪ ঘণ্টার আগে কিছু করতে পারবে না।” হাসপাতাল সুপার জানান বিষয়টি ঘটেছে তিনি জানেন। রোগীর পরিজন সাথে থাকা অবস্থায় এই ঘটনা ঘটেছে। বিষয়টি থানায় জানানো হয়েছে।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)