Hirapur: বন্ধুদের আড্ডার মাঝে চোখ-মাথা ফুঁড়ে চলল গুলি
Asansol: অভিযোগ, বৃহস্পতিবার রাতে ধ্রুবডাঙা সেবা সমিতির সামনে আদিত্য তাঁর কয়েকজন বন্ধুর সঙ্গে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল। সেই সময় এক যুবক হাতে বন্দুক নিয়ে সেখানে হাজির হয়। খেলার ছলে বন্দুক নাচাচ্ছিল সে। সেই সময়ই আরেক যুবক তা কেড়ে নিতে চায় বলে অভিযোগ। বন্দুকটি পিছন দিক দিয়ে টানতে যায় ওই যুবক।
আসানসোল: এলাকায় দাঁড়িয়ে আড্ডা মারছিল বন্ধুরা। হঠাৎই গুলি। এক যুবক গুলিবিদ্ধ হন। আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। আসানসোলের হীরাপুর থানার ধ্রুবডাঙা এলাকার ঘটনা। গুলিবিদ্ধ যুবকের নাম আদিত্য মণ্ডল।
অভিযোগ, বৃহস্পতিবার রাতে ধ্রুবডাঙা সেবা সমিতির সামনে আদিত্য তাঁর কয়েকজন বন্ধুর সঙ্গে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল। সেই সময় এক যুবক হাতে বন্দুক নিয়ে সেখানে হাজির হয়। খেলার ছলে বন্দুক নাচাচ্ছিল সে। সেই সময়ই আরেক যুবক তা কেড়ে নিতে চায় বলে অভিযোগ। বন্দুকটি পিছন দিক দিয়ে টানতে যায় ওই যুবক।
অভিযোগ, সেই সময় কোনওভাবে গুলি চলে যায়। সেখানে দাঁড়িয়ে থাকা আদিত্য মণ্ডলের চোখে দিয়ে সেই গুলি লাগে। মাথা ফুঁড়ে বেরিয়ে যায় বলেও অভিযোগ। রক্তক্ষরণ শুরু হয়। সঙ্গে সঙ্গে আদিত্যকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় নিয়ে যাওয়া হয় বর্ধমান হাসপাতালে। ঘটনাটি নিছক দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কিছু আছে তা খতিয়ে দেখছে হিরাপুর থানার পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে, ওই যুবকের কাছে বন্দুকটিই বা কোথা থেকে এল? রাতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।