পুরুলিয়া: টানা আটদিন। বন-দফতরের কর্মীদের নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে ছিল বছর আড়াইয়ের ‘সদ্য যুবতী’ হওয়া জিনাত। ওড়িশার সিমলিপাল থেকে যাত্রা শুরু হয়েছিল। তারপর আশ্রয় নিয়েছিল এই বাংলায়। কখনও বান্দোয়ান তো কখনও বেলপাহাড়ি, মাইলের পর মাইল হেঁটেই চলেছিল সে। তখনই কৌতূক করে কেউ-কেউ বলছিলেন, তবে কি প্রেমের টানে নাকি মনে চট পেয়ে মাইলের পর মাইল হাঁটছে বাঘিনী। পরে অনেক কসরত করে ধরা পড়ে সে। ফের ছেড়ে আসা হয় তাকে। এ দিকে জিনাত যেতেই ফের হাজির আর এক পুরুষ বাঘ। তাকে ধরতেও ফের জঙ্গলে নেমেছেন বনকর্মীরা। জানা যাচ্ছে, বেলপাহাড়ির মনিয়াডি জঙ্গল থেকে ইউট্রান নিয়ে বাঘটি আবারও পুরুলিয়ার বান্দোয়ানের রাইকার জঙ্গলে রয়েছেন। বনকর্মীরা মনে করছেন পুরুষ বাঘ হেন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে তার মহিলা সঙ্গী জিনাতকে। তাই যে যে জায়গায় ঠিক জিনাত ছিল সেই জায়গায় কি যাচ্ছে পুরুষ বাঘটিও?
বনদফতর সূত্রে খবর, মঙ্গলবার সকালে বান্দোয়ানের রাইকা পাহাড় সংলগ্ন নেকড়া গ্রামের পাশে বেলডুংরি পাহাড়তলি জায়গায় অসংখ্য পায়ের ছাপ দেখতে পেয়েছেন গ্রামবাসীরা। খবর পেয়ে বাঘের গতিবিধিও খোঁজ করতে শুরু করেছে পুরুলিয়া বনদফতর। তাদের আবার সঙ্গ দিচ্ছে সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্পের বিশেষ প্রশিক্ষিত টিম। সুন্দরবনের ওই টিম সোমবার রাতেই এসে পৌঁছন বেলপাহাড়ির জঙ্গলে।
মঙ্গলবার সকাল থেকে তারা বান্দোয়ানের রাইকা সংলগ্ন বিভিন্ন জঙ্গল পাহাড় তল্লাশী করেন। ব্যাঘ্র প্রশিক্ষিত দলের সদ্যস্যদের অনুমান, মঙ্গলবার বাঘের অবস্থান বান্দোয়ানের রাইকার জঙ্গলেই। এর জেরে কেশরা, নেকড়া , লাউপাল, উদোলবনী সহ একাধিক গ্রামে তৈরি হয়েছে নতুন করে বাঘের আতঙ্ক। বন দফতর সূত্রে খবর, এই জঙ্গলমহলের এলাকা পাহাড় জঙ্গলে ঘেরা। ফলে বাঘের গতিপ্রকৃতি হয়ত এই জঙ্গল এলাকার বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে। তাই বিভিন্ন জায়গায় পায়ের ছাপ দেখা যাচ্ছে। বাঘ হামলা না করা পযন্ত বলা সম্ভব নয় তার অবস্থান ঠিক কোন জায়গায়। নেকড়ে গ্রামের বাসিন্দা ধনঞ্জয় সিং সর্দার বলেন, “বাঘের পায়ের ছাপ মনে হচ্ছে। আমরা খুব আতঙ্কে আছি। সকালবেলা একাধিক জায়গায় দেখেছি এই পায়ের ছাপ।”