‘ও যদি পাগলামি না ছাড়ে, বিশ্বভারতীর ভেতরে গিয়ে পতাকা লাগিয়ে দেব’

ঋদ্ধীশ দত্ত |

Dec 21, 2020 | 6:09 PM

বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকেও 'পাগল' বলে কটাক্ষ করলেন তিনি। গতকাল বিশ্ববিদ্যালয়ে বিজেপি নেতাদের উপস্থিতির পরিপ্রেক্ষিতেই এই মন্তব্য করেন এই তৃণমূল নেতা।

ও যদি পাগলামি না ছাড়ে, বিশ্বভারতীর ভেতরে গিয়ে পতাকা লাগিয়ে দেব
'ও যদি পাগলামি না ছাড়ে, বিশ্বভারতীর ভেতরে গিয়ে পতাকা লাগিয়ে দেব'

Follow Us

বোলপুর: এবার সরাসরি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে (Visva Bharati University) ঢুকে সক্রিয় রাজনীতি করার হুমকি দিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। একই সঙ্গে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকেও ‘পাগল’ বলে কটাক্ষ করলেন তিনি। গতকাল বিশ্ববিদ্যালয়ে বিজেপি নেতাদের উপস্থিতির পরিপ্রেক্ষিতেই এই মন্তব্য করেন এই তৃণমূল নেতা।

এদিন বোলপুরের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রত বলেন, ‘ইন্দিরা গান্ধীর সময় থেকে বাজপেয়ী অব্দি, কখনও তো এরকম হয়নি। একটা পাগল উপাচার্য। ও যদি মনে করে আমার যা মন তাই করব, মানব না আমি। এতদিন বিশ্বভারতীতে রাজনীতি করিনি। এবার সরাসরি করব। ও যদি পাগলামি না ছাড়ে, বিশ্বভারতীর ভেতরে গিয়ে পতাকা লাগিয়ে দেব (তৃণমূলের)। ওর মাথা খারাপ বলে তো সবার খারাপ নয়।’

অনুব্রতর আরও কটাক্ষ, ‘পাগল অনেক ধরনের হয়। ও একেবারে পাগল। রামকৃষ্ণ মিশনের ভেতরে রবীন্দ্রনাথের নামে রাস্তা করে দেখাক তো এখানের রাস্তা যে বিবেকানন্দের নামে করতে চাইছে। আরেক সাংসদ বলছে জাতীয় সংগীত তুলে দাও। মানুষ অত সহজে মেনে নেবে।’ প্রশ্ন অনুব্রতর।

আরও পড়ুন: তৃণমূল আমার বউ চুরি করল, সুজাতা আমার কাছে মৃত: সৌমিত্র

পাশাপাশি তিনি এদিন জানান, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পাল্টা জবাব দিতে ২৯ তারিখ বোলপুরে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে হবে রোড শো। তার আগের দিন অর্থাৎ ২৮ ডিসেম্বর প্রশাসনিক বৈঠক হবে বোলপুরে। বোলপুর ডাকবাংলা ময়দান থেকে চৌরাস্তা অবধি রোড শো হবে। ঠিক অমিত শাহের কায়দাতেই। অমিত শাহ বাউল বাড়িতে মধ্যাহ্ন ভোজন করেছিলেন। তাই মুখ্যমন্ত্রীর রোড শোতেও ১০০০ বাউল অংশ নেবে। এমনকী যে বাসুদেব দাস বাউলের বাড়িতে অমিত শাহ মধ্যাহ্ন ভোজন করেছিলেন, সেই বাউল শিল্পীকেও হাঁটতে দেখা যেতে পারে মিছিলে। এমন আভাসও দিয়ে রেখেছেন অনুব্রত মণ্ডল।

আরও পড়ুন: ‘স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে মিথ্যা মানায় না’, অমিত শাহকে পড়াশোনা করার উপদেশ মমতার

Next Article