Asansol: বিকাশ গ্রেফতার, তাতে অনিশ্চয়তা কয়লা পাচারের চার্জ গঠন নিয়েই
Asansol: কয়লা পাচার মামলায় মূল কিংপিন অনুপ মাজি ওরফে লালা, রত্নেশ ভর্মা ও বিকাশ মিশ্রর বিরুদ্ধে আলাদা করে বিশেষ কিছু ধারা যোগ করা মামলায় চার্জ দেওয়া হয়। সিবিআইয়ের এই মামলায় ৩৯৬ জন সাক্ষী রয়েছেন।
আসানসোল: কয়লা পাচার কাণ্ডে আসানসোলের বিশেষ আদালতে চার্জ গঠন হওয়ার কথা। ৪৮ জনের বিরুদ্ধে চার্জ দেওয়া হবে। কয়লা মাফিয়া অনুপ মাজি ওরফে লালা, জয়দেব মণ্ডল, নারায়ণ খার্গে-সহ অভিযুক্তরা একে একে করে আদালত চত্বরে প্রবেশ করে। আদালতে ঢোকার সময়ে সাংবাদিকদের ক্যামেরা দেখে রেগে যান লালা। হাত দিয়ে ক্য়ামেরা ঢাকার চেষ্টা করেন।
কয়লা পাচার মামলার চার্জ গঠনের ঠিক আগের দিন অর্থাৎ রবিবার কলকাতায় পুলিশের হাতে গ্রেফতার হয় এই মামলার অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্র। এরফলে সোমবার আসানসোল সিবিআই আদালতে কয়লা পাচার মামলায় চার্জ গঠন নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়। তবে অনড় বিচারক। প্রেসিডেন্সি জেলে মেল পাঠালেন বিচারক। প্রয়োজনে বিকাশকে ভার্চুয়াল উপস্থিত হতে হবে।
কয়লা পাচার মামলায় মূল কিংপিন অনুপ মাজি ওরফে লালা, রত্নেশ ভর্মা ও বিকাশ মিশ্রর বিরুদ্ধে আলাদা করে বিশেষ কিছু ধারা যোগ করা মামলায় চার্জ দেওয়া হয়। সিবিআইয়ের এই মামলায় ৩৯৬ জন সাক্ষী রয়েছেন। মামলায় অভিযুক্ত ৫০ জন। প্রত্যেকের জন্য রয়েছে ২৫ হাজার পাতার নথি। রয়েছে ১১৪৯ পাতার তথ্যপ্রমাণ। এই মামলায় সিবিআই মোট তিনটি চার্জশিট জমা দিয়েছে। মামলার মূল অভিযুক্ত বিনয় মিশ্র এখনও ফেরার। একজন ইসিএল সিকিউরিটি কনস্টেবলের মৃত্যু হয়েছে। কয়লা মাফিয়া গুরুপদ মাজি ইডির একটি মামলায় তিহার জেলে বন্দি।
এর আগে গত ৩ জুলাই কয়লা পাচার মামলার চার্জ গঠনের দিন ধার্য হয়েছিল। অভিযুক্ত ও একাধিক সাক্ষী আদালতে অনুপস্থিত থাকায় ওইদিন চার্জগঠন হয়নি।