SSC Scam: চাকরি বাতিলের তালিকায় প্রাক্তন বিধায়কের মেয়ে, চন্দনকে টাকা দেননি বলে দাবি দুলাল বরের

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Mar 10, 2023 | 11:41 PM

স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি পদের OMR শিট কারচুপির অভিযোগে ৩১১৫ জনের তালিকা প্রকাশ করেছে এসএসসি। সেই তালিকায় নাম রয়েছে বাগদার প্রাক্তন বিজেপি বিধায়ক দুলাল বরের মেয়ের।

SSC Scam: চাকরি বাতিলের তালিকায় প্রাক্তন বিধায়কের মেয়ে, চন্দনকে টাকা দেননি বলে দাবি দুলাল বরের
বাগদার প্রাক্তন বিধায়ক দুলাল বর।

Follow Us

বাগদা: SSC দুর্নীতিতে অভিযুক্ত চন্দন মণ্ডলকে টাকা দিয়ে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ-সি পদে চাকরি পেয়েছিলেন বাগদার প্রাক্তন বিধায়কের মেয়ে! এমনই অভিযোগ উঠছে। যদিও মেয়ের চাকরির জন্য তিনি কখনও কাউকে এক টাকাও দেননি বলে দাবি প্রাক্তন বিধায়ক দুলাল বরের। এমনকি চন্দনের সঙ্গে জামাইয়ের কোনও যোগাযোগ ছিল কি না, তা তিনি জানেন না বলেই দাবি প্রাক্তন বিধায়কের। তবে এই ঘটনায় প্রাক্তন বিধায়ককে একহাত নিয়েছেন বাগদার পঞ্চায়েত উপ-প্রধান গোপাল চক্রবর্তী।

জানা গিয়েছে, হাইকোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি পদের ওএমআর শিট কারচুপির ৩১১৫ জনের তালিকা প্রকাশ করেছে এসএসসি। সেই তালিকার ৪২৮ নম্বরে নাম রয়েছে বাগদার প্রাক্তন বিধায়ক দুলাল বরের মেয়ে বৈশাখী বরের। তিনি ব্যারাকপুরের একটি স্কুলে কর্মরত ছিলেন। এই ঘটনায় রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে।

মেয়ে টাকা দিয়ে চাকরি পেয়েছে বলে হাইকোর্টে প্রমাণিত হলেও কোনও দায় নিতে নারাজ প্রাক্তন বিধায়ক দুলাল বর। তাঁর দাবি, মেয়ের নদিয়ায় বিয়ে হয়েছে। মেয়ের বিয়ের পরে কার সঙ্গে যোগাযোগ করেছে বা কী ভাবে চাকরি পেয়েছে তা তিনি জানেন না। চন্দনের মাধ্যমে চাকরি কিনা সে ব্যাপারে কিছু জানেন না। তবে এই ঘটনায় আদতে সিস্টেমের দিকে আঙুল তুলে রাজ্য সরকারের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ তুলেছেন বাগদার প্রাক্তন বিধায়ক। তাঁর কথায়, “গোটা সিস্টেমেই গলদ আছে। তাই যেদিকে জল গড়াবে সেদিকে সবাই যাবে।” তবে তিনি মেয়ের চাকরির ব্যাপারে কোনও হস্তক্ষেপ করেননি বলেই দাবি দুলাল বরের।

অন্যদিকে, চন্দন মণ্ডলের মাধ্যমে স্কুল সার্ভিস কমিশনের বিভিন্ন পদে নিয়োগে অনেক দুর্নীতি হয়েছে বলে বহুবার সরব হয়েছিলেন দুলাল বর। ফলে এখন সেই তালিকায় তাঁর মেয়ের নাম ওঠায় পাল্টা তোপ দেগেছে শাসকদল। কটাক্ষের সুরে বাগদার পঞ্চায়েত উপ-প্রধান গোপাল চক্রবর্তী বলেন, “যারা অন্যকে নিয়ে আওয়াজ তোলে এখন তার নিজের মেয়েই এই দুর্নীতিতে যুক্ত। সেই কথা তো নিজেই বলতে পারত! সকলে যদি চন্দনের হাত ধরে চাকরি পায় তাহলে ওনার মেয়ে কার হাতে পেয়েছে?” চন্দন মণ্ডলের সঙ্গে দুলাল বরের যোগাযোগ ছিল বলেও দাবি জানিয়েছেন তিনি।

Next Article