Child Recover: বেআইনিভাবে দত্তক? ২ শিশুকে উদ্ধারে ‘চক্র’ যোগ দেখছে চাইল্ড লাইন

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Feb 12, 2023 | 11:55 PM

চাইল্ড ওয়েল ফেয়ার কমিটির অনুমান, এর পিছনে কোনও চক্র রয়েছে। এর সঙ্গে আরও অনেকেই যুক্ত থাকতে পারে।

Child Recover: বেআইনিভাবে দত্তক? ২ শিশুকে উদ্ধারে চক্র যোগ দেখছে চাইল্ড লাইন
চাইল্ড লাইন

Follow Us

বালুরঘাট: গোপন সূত্রে খবর পেয়ে অবৈধভাবে দত্তক নেওয়া বা হস্তান্তর করা দুটি শিশুকে উদ্ধার করল চাইল্ড লাইন। বর্তমানে দুটি শিশুই দক্ষিণ দিনাজপুর চাইল্ড ওয়েল ফেয়ার কমিটির হেফাজতে রয়েছে। এদিকে অবৈধভাবে শিশু দত্তক নেওয়ার বিষয়টি সামনে আসতেই নড়েচড়ে বসেছে চাইল্ড ওয়েল ফেয়ার কমিটি। তাদের অনুমান, এর পিছনে কোনও চক্র রয়েছে। এর সঙ্গে আরও অনেকেই যুক্ত থাকতে পারে। ঘটনার তদন্তে চাইল্ড ওয়েল ফেয়ার কমিটির তরফে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে৷ এরপরই মামলা দায়ের করে পুরো ঘটনার তদন্ত শুরু করল বালুরঘাট থানার পুলিশ।

চাইল্ড ওয়েল ফেয়ার কমিটি সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে চাইল্ড লাইন ও চাইল্ড ওয়েল ফেয়ার কমিটির কাছে খবর আসে, বালুরঘাট শহর সংলগ্ন এলাকায় একটি চার মাসের শিশু রয়েছে। শিশুটিকে অবৈধভাবে দত্তক নেওয়া হয়েছে৷ বিষয়টি জানতে পেরে গত মাসের ১৭ তারিখ বালুরঘাটের চকভৃকন থেকে ওই কন্যাসন্তানটিকে উদ্ধার করে চাইল্ড লাইন৷ এই বিষয়ে আরও খোঁজ-খবর করতে গিয়ে আরও একটি শিশুর খোঁজ মেলে। বছর আড়াইয়ের ওই শিশুকেও অবৈধভাবে দত্তক নেওয়া হয়েছে বলে অভিযোগ। বিষয়টি জানার পর গত বৃহস্পতিবার বালুরঘাটের হাজিপুর এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে চাইল্ড লাইন। তারপর জানা যায়, উদ্ধার হওয়া শিশু দুটির বাবা ও মা একই। এই তথ্য সামনে আসতেই নড়ে চড়ে বসেছেন জেলা চাইল্ড ওয়েল ফেয়ার কমিটি। টাকা বা অন্য কিছুর প্রলোভনে দুটি শিশুকে বাবা,মা অন্যের হাতে তুলে দিয়েছেন বলে অভিযোগ। আপাতত শিশুটিকে উদ্ধারের পর শিশুটিকে চাইল্ড ওয়েল ফেয়ার কমিটির হাতে তুলে দেওয়া হয়। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার রাহুল দে।

জানা গিয়েছে, ওই দম্পতির মোট চারটি সন্তান রয়েছে। প্রথম সন্তান মেয়ে হওয়ার পর যমজ পুত্র ও কন্যা হয় এবং শেষ সন্তানটি পুত্রসন্তান ছিল। এই চার জনের মধ্যে যমজ কন্যাসন্তান ও শেষের পুত্রসন্তানকে অন্যের হাতে তুলে দেন তাঁরা। টাকা না আর্থিক অনটনের জন্য নিজের দুই সন্তানকে অন্যের হাতে তুলে দিয়েছেন তা এখনও পরিস্কার নয় চাইল্ড লাইন ও চাইল্ড ওয়েল ফেয়ার কমিটির কাছে। সম্ভ্রান্ত পরিবার হওয়ার পরও কেন অবৈধভাবে সন্তান দত্তক নিলেন দুটি পরিবারই, সেই জায়গা থেকে উঠছে একাধিক প্রশ্ন। যাঁদের কাছে দুটি শিশু পাওয়া গিয়েছে, তাদের বাড়ি অন্যত্র।

চাইল্ড ওয়েল ফেয়ার কমিটির চেয়ারম্যান মন্দিরা রায় বলেন, সম্প্রতি অবৈধভাবে দত্তক নেওয়ার দুটি সন্তান উদ্ধার হয়েছে। সন্তান হস্তান্তরের প্রক্রিয়াটি সম্পূর্ণ বেআইনিভাবে করা হয়েছে। চাইল্ড লাইনের কাউন্সিলর রীতা মাহাতো বলেন, গোপন সূত্রে খবর পেয়ে দুটি শিশুকে উদ্ধার করে তাদের চাইল্ড ওয়েল ফেয়ার কমিটির হাতে তুলে দেওয়া হয়েছে। দুটি শিশুকেই বেআইনি ভাবে হস্তান্তর করা হয়েছে। উদ্ধার হওয়া দুটি শিশুর মা বাবা একই৷ বে আইনি ভাবে কেন শিশু দুটিকে হস্তান্তর করল তা এখনও পরিষ্কার নয়।

Next Article