বাঁকুড়া: একটানা গরমের পর রবিবার বিকালের বৃষ্টি কিছুটা স্বস্তি এনেছে বাঁকুড়াবাসীর মনে। কিন্তু বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের ঘটনা কাড়ল প্রাণ। বজ্রপাতের জেরে তিন জনের মৃত্যু হয়েছে বাঁকুড়ায়। ৬ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতেরা এখন হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে। সোমবার থেকেও দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টি হবে না জানিয়েছে আবহাওয়া দফতর।
গত কয়েকদিন ধরে একটানা ভ্যাপসা গরমের পর রবিবার বিকাল থেকে বজ্র-বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হয় বাঁকুড়া জেলায়। বৃষ্টির সময় পৃথক তিনটি বজ্রপাতের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, বৃষ্টির সময় বজ্রপাতে মারা যান বাঁকুড়ার ছাতনা থানার পাতাবড় গ্রামের মীরা বাউরী (৬১)। পাতাবড় গ্রাম সংলগ্ন মাঠে গরু চরিয়ে বাড়ি ফেরার পথে আচমকা বজ্রপাতে তাঁর মৃত্যু হয়। অন্যদিকে ছাতনা থানার ছাচনপুর গ্রাম সংলগ্ন নদী ঘাটে মাছ ধরার সময় আচমকাই বজ্রপাতে মৃত্যু হয় ছাচনপুর গ্রামের বাসিন্দা সাগেন মুর্মু (২০) নামের এক যুবকের। একই সঙ্গে এই ঘটনায় আরও তিন জন আহত হন। আহতদের ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।
রবিবার বিকালে বাঁকুড়া জেলার শালতোড়া থানাতেও বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। জানা গেছে মৃতার নাম শুকুরমনি সোরেন (২৭)। মাঠে অপর তিনজনের সঙ্গে ধান রোপণের কাজ করার সময় শুকুরমনি সহ চারজনই বজ্রপাতে আহত হন। আহতদের উদ্ধার করে শালতোড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে শুকুরমনিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। অপর তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। রবিবার বজ্রপাতে পুরুলিয়াতেও তিন জনের মৃত্যু হয়েছে।