বাঁকুড়া: বাদাম ভেবে বিষ ফল খেয়ে অসুস্থ ৮ শিশু। শুক্রবার রাত্রিবেলা অসুস্থ হয়ে পড়ে ওই আটজন। তাদেরকে ইতিমধ্যেই ভর্তি করা হয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে।বাঁকুড়ার ওন্দা থানার রামসাগর গ্রাম পঞ্চায়েতের তেঘরিয়া গ্রামের ঘটনা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেলে স্কুল থেকে ফিরে শিশুরা স্থানীয় একটি মাঠে খেলা করছিল। খেলার সময় মাঠের ধারে পড়ে থাকা একটি গাছের ফল কুড়োয় তারা। এরপর সেই ফলের বীজ বের করে বাদাম ভেবে খেয়ে ফেলে।
এরপর সন্ধ্যে বেলায় গ্রামের বেশ কয়েকজন শিশুর বমি, পায়খানা ও পেট ব্যাথার উপসর্গ দেখা দিতে শুরু করে। অবস্থার ক্রমশ অবনতি হতে থাকলে অসুস্থ শিশুদের প্রথমে নিয়ে যাওয়া হয় রামসাগর প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে। সেখান থেকে ওন্দা সুপার স্পেশালিটি ও পরে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় অসুস্থ আট জনকে । সেখানেই এখনও চিকিৎসাধীন তাঁরা।
এ দিকে, শিশুরা যে ফল খেয়েছিল সেই ফল খেয়ে পরীক্ষা করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন গ্রামের বছর ৪৫ এর এক মহিলাও। তাঁকেও বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। গ্রামবাসী সুত্রে জানা গেছে, অসুস্থ শিশুদের বয়স ৬ থেকে ১৪ বছর। শিশুরা যে ফল খেয়ে অসুস্থ হয়ে পড়েছে সেই ফলের নমুনা সংগ্রহ করে চিকিৎসকদের দেখিয়েছেন গ্রামবাসীরা। তাঁদের দাবি, আঞ্চালিক ভাষায় ওই ফলটিকে ভ্যারেন্ডা ফল বলা হয়। অসুস্থদের প্রত্যেকেই আপাতত কিছুটা সুস্থ বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
অমর মাজি, “আমার নাতি কুল নিয়ে গিয়েছে। বলছে এটা খেয়েছি। তারপর দেখি বমি পায়খানা। এরপর ওই ফল ও গাছের ডাল নিয়ে যাই। এরপর তিনটি হাসপাতাল ঘুরে আমরা বাঁকুড়া হাসপাতালে নিয়ে যাই। সাতজন বাচ্চার এমন হয়েছে। সবাই ভাল আছে। একজনের স্যালাইন খোলা হয়নি।”