Road Accident: উৎসবের আলোতেই কান্নার রোল, সোনামুখীতে ভয়াবহ পথ দুর্ঘটনা, হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হল না

Hirak Mukherjee | Edited By: জয়দীপ দাস

Oct 31, 2024 | 4:39 PM

Road Accident: ঘটনায় গুরুতর আহত হন দুই বাইক আরোহী। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় সোনামুখী থানার পুলিশ। দ্রুত তাঁদের উদ্ধার করে সোনামুখী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি।

Road Accident: উৎসবের আলোতেই কান্নার রোল, সোনামুখীতে ভয়াবহ পথ দুর্ঘটনা, হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হল না
শোকের ছায়া এলাকায়
Image Credit source: TV 9 Bangla

Follow Us

সোনামুখী: কালী আরাধনায় মেতেছে বাংলা। অন্যান্য জেলার মতো উৎসব আলোর ছটায় ভাসছে বাঁকুড়াও। কিন্তু, এরইমধ্যে সোনামুখীতে ঘটে গেল মর্মান্তিক পথ দুর্ঘটনা। ঝরল রক্ত, গেল প্রাণ। একজনের মৃত্যুর পাশাপাশি একই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও একজন। মৃত ব্যক্তির নাম শেখ ইয়াসিন। বাড়ি সোনামুখী থানার ধানশিমলা পঞ্চায়েতের রাজদহ এলাকায় । 

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, এদিন দুপুরে গরু বোঝাই একটি পিকআপ ভ্যান সোনামুখীর দিক থেকে ধানশিমলার দিকে যাচ্ছিল। অন্যদিকে ধানশিমলা থেকে একটি মোটর বাইকে করে দু’জন সোনামুখীর দিকে আসছিল। সোনামুখী পৌরশহরের বড়সাঁকোতলা এলাকায় গরু বোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। 

ঘটনায় গুরুতর আহত হন দুই বাইক আরোহী। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় সোনামুখী থানার পুলিশ। দ্রুত তাঁদের উদ্ধার করে সোনামুখী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। কর্তব্যরত চিকিৎসকেরা শেখ ইয়াসিন নামের এক বাইক আরোহীকে মৃত বলে ঘোষণা করেন। অপর এক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। ইতিমধ্যেই পুলিশ ঘাতক গরু বোঝাই পিক আপ ভ্যানটিকে আটক করেছে। পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

Next Article