Air Force: কারখানার সামনে পড়ে প্যারাসুট, অচৈতন্য অবস্থায় উদ্ধার বায়ু সেনা কর্মী

Hirak Mukherjee | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Apr 05, 2023 | 11:41 AM

Air Force: খবর পেয়ে বড়জোড়া থানার পুলিশ ওই সেনা কর্মীকে উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়।

Air Force: কারখানার সামনে পড়ে প্যারাসুট, অচৈতন্য অবস্থায় উদ্ধার বায়ু সেনা কর্মী
উদ্ধার বায়ু সেনা কর্মী

Follow Us

বাঁকুড়া: কারখানার কর্মীরা সবে আসতে শুরু করেছিলেন। তাঁদেরই একজনের নজরে আসে বিষয়টা। কারখানার গেটের সামনে প্যারাসুট পড়ে থাকতে দেখেন। সঙ্গে ভারতীয় বায়ু সেনার পোশাক পরিহিত এক ব্যক্তি। দৃশ্যত তাঁকে সেনাকর্মী বলেই মনে করা হচ্ছে। ওই ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করেন গ্রামবাসীরা। তাঁকে বড়জোড়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে বাঁকুড়ার বড়জোড়া ব্লকের ঘুটগড়িয়া এলাকার একটি কারখানার সামনে আহত অবস্থায় ওই সেনা কর্মীকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ওই সেনা কর্মীর পাশেই পড়ে ছিল প্যারাসুট। খবর পেয়ে বড়জোড়া থানার পুলিশ ওই সেনা কর্মীকে উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়।

আহত ওই ব্যাক্তির পোশাক দেখে পুলিশের প্রাথমিক অনুমান তিনি বায়ু সেনার কর্মী। পুলিশের তরফে ইতিমধ্যেই কাঁকসা থানার মাধ্যমে পানাগড় সেনা ছাউনিতে খবর দেওয়া হয়েছে। প্যারাসুটে কোনও যান্ত্রিক গোলযোগের কারণে এই ঘটনা ঘটেছে নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও কারন তা খতিয়ে দেখা হচ্ছে।

ওই বায়ুসেনার কর্মীর কোনও হেলিকপ্টারে বিভ্রাটের জন্য প্যারাসুটে নামার চেষ্টা করছিলেন, নাকি, তিনি কোনও অভিযানে ছিলেন, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। আপাতত ওই বায়ুসেনা কর্মীর নাম পরিচয় জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

Next Article