বাঁকু়ড়া: নাম, পরিচয়, কিছুই জানা ছিল না। ভর্তি ছিলেন বাংলার হাসপাতালে। অবশেষে হ্যাম রেডিওর (Ham Radio) সাহায্যে ভিন রাজ্যে বাড়িতে ফিরলেন প্রৌঢ়। নাম, পরিচয়, গোত্রহীন গুরুতর আহত এক ব্যাক্তিকে চিকিৎসা করে শুধু সুস্থ করে তোলাই নয়, হ্যাম রেডিওর সাহায্য নিয়ে তাঁকে অসমে নিজের পরিবারের কাছে ফিরিয়ে দিল বাঁকুড়া (Bankura) সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। দীর্ঘ ছ’মাস নিখোঁজ থাকার পর অসমের চিরাং জেলার মানিকপুর থানার লুংঝাড় গ্রামের ইসমাইল হোসেনকে এভাবে ফিরে পেয়ে খুশি পরিবারের সদস্য থেকে তাঁর প্রতিবেশীরা।
পুলিশ ও বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, গত ১২ এপ্রিল বাঁকুড়ার বড়জোড়া থানার পুলিশ গুরুতর আহত এক ব্যাক্তিকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে ভর্তি করে। জানা যায় ওই ব্যাক্তি বাসের ছাদে চড়ে কোথাও যাওয়ার সময় কোনওভাবে বাসের ছাদ থেকে পড়ে গিয়ে শরীরে গুরুতর আঘাত পেয়েছেন। বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগে ভর্তি করে নাম পরিচয়হীন ওই আহত ব্যাক্তির চিকিৎসা শুরু হয়। চিকিৎসকরা জানিয়েছেন প্রথম ১৪ দিন ওই ব্যাক্তির কোনও জ্ঞান ছিল না। পরে জ্ঞান ফিরতেই তাঁর পরিচয় জানার চেষ্টা করেন চিকিৎসকরা। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় ভাষা ও রোগীর অসংলগ্ন কথাবার্তা। আরও কিছুদিন হাসপাতালে ভর্তি থাকার পর ওই ব্যাক্তির মানসিক অবস্থা স্থিতিশীল হলে চিকিৎসকরা ফের কথা বলে জানার চেষ্টা করেন ওই ব্যক্তির পরিচয়।
এই অবস্থায় হ্যাম রেডিওর সাহায্য নিয়ে সম্প্রতি হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ হয় অসমের চিরাং জেলার মানিকপুর থানার লুংঝাড় গ্রামে রোগীর পরিবারের সঙ্গে। তাঁরা জানান হাসপাতালে ভর্তি থাকা ব্যাক্তির নাম ইসমাইল হোসেন। আংশিক মানসিক সমস্যা থাকা ওই ব্যাক্তি আজ থেকে মাস ছয় আগে কোনওভাবে নিখোঁজ হয়ে যান। বহু খোঁজ চালিয়েও তাঁর আর সন্ধান মেলেনি। তাঁর বয়স ৫২। হাসপাতালে ভর্তি থাকা রোগীর পরিচয় সম্পর্কে একপ্রকার নিশ্চিত হলে হাসপাতাল কর্তৃপক্ষ ওই রোগীকে পরিবারের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। হ্যাম রেডিও আসলে ওয়াকিটকির মতো এক বিশেষ ওয়্যারলেস ব্যবস্থা। জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য এই রেডিও কোনও বিশেষ এলাকাতেই কাজ করে। হ্যাম রেডিওর ফ্রিকোয়েন্সি সুনির্দিষ্ট। তবে এর বিশেষ সুবিধা হল এর মাধ্যমে পৃথিবীজুড়েই অন্য সব লাইসেন্সধারীদের সঙ্গে যোগাযোগ করা যায়।
শুক্রবার রাতে অসম থেকে পরিবারের লোকজন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে এলে পরিবারের সদস্যদের হাতে ইসমাইল হোসেনকে তুলে দেওয়া হয়। এভাবে পরিবারের নিখোঁজ সদস্যকে ফিরে পেয়ে খুশি পরিবারের সদস্য ও তাঁর প্রতিবেশীরা। শুধু চিকিৎসায় ইসমাইলকে সুস্থ করে তোলাই নয় তাঁকে পরিবারে ফিরিয়ে দিতে পেরে খুশি বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ।