Dilip Ghosh: মোদীর পিছনে কাঠি করলে উদ্ধব-নীতীশ-মুলায়ম হতে হবে মমতাকে: দিলীপ

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

May 06, 2023 | 10:29 PM

Dilip Ghosh: বাঁকুড়ার সভা থেকে তিনি বলেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পিছনে কাঠি করে উদ্ধব ঠাকরে হতে হবে, নীতিশ কুমার হতে হবে, মুলায়ম সিং যাদব হবে। শেষে মমতা হবে।'

Dilip Ghosh: মোদীর পিছনে কাঠি করলে উদ্ধব-নীতীশ-মুলায়ম হতে হবে মমতাকে: দিলীপ
বিতর্কিত মন্তব্য দিলীপের

Follow Us

বাঁকুড়া: ভোট ঘোষণা না হলেও ভোটের উত্তাপের আঁচ বেশ পাওয়া যাচ্ছে উত্তর থেকে দক্ষিণে। তৃণমূল জনসংযোগ কর্মসূচির সঙ্গে পাল্লা দিয়ে চলছে বিরোধীদের সভা। এক সভা থেকে রাজ্য সরকারকে কার্যত হুঁশিয়ারি দিতে শোনা গেল বিজেপির সর্বভারতীয় সহ সভাপতিকে। বেলাগাম মন্তব্যে আরও একবার চর্চায় দিলীপ ঘোষ। বাঁকুড়ার এক সভা থেকে রাজ্য সরকার ও শাসক দলের বিরুদ্ধে আক্রমণ শানাতে গিয়ে দিলীপ ঘোষ বলেছেন, ‘বিজেপির পিছনে লাগলে হয় ভগবান, না-হলে সিবিআই নিয়ে যাবে। বাঁচার কোনও রাস্তা নেই।’ এই প্রসঙ্গে মুলায়ম সিং, উদ্ধব ঠাকরে, নীতিশ কুমারের প্রসঙ্গও টেনেছেন দিলীপ ঘোষ।

বাঁকুড়ার সভা থেকে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পিছনে কাঠি করে উদ্ধব ঠাকরে হতে হবে, নীতিশ কুমার হতে হবে, মুলায়ম সিং যাদব হবে। শেষে মমতা হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা সমাজের সঙ্গে আছি। যারা বিজেপির পিছনে লাগবে, তাদের আজ হোক বা কাল, হয় ভগবান না হলে সিবিআই নিয়ে যাবে। বাঁচার কোনও রাস্তা নেই।’

বিজেপি সাংসদের এই মন্তব্যে বেড়েছে বিতর্ক। তৃণমূল অবশ্য বলছে, ‘শকুনের অভিশাপে গরু মরে না। অর্থাৎ দিলীপ ঘোষ কী বললেন, না বললেন, তাতে কিছু যায় আসে না শাসক দলের!’

দিলীপের মন্তব্যের নিন্দা করে তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, ‘উনি কেন্দ্রের শাসক দলের সর্বভারতীয় সহ সভাপতি। উনি এভাবে প্রকাশ্যে অভিশাপ দিচ্ছেন যে ভগবান নিয়ে যাবে অর্থাৎ মানুষ মরে যাবে। এর থেকে খারাপ আর কিছু হয় না। তবে শকুনের শাপে তো গরু মরে না।’

একই সঙ্গে কেন্দ্রীয় সংস্থা ইস্যুতেও বিজেপিকে তোপ দেগেছেন তিনি। তৃণমূল নেতা বলেন, আরও একবার প্রমাণ করে দিলেন যে কেন্দ্রীয় সংস্থা বিজেপির অঙ্গুলিহেলনেই চলছে। গত ২ বছরে ২৬ টা সিবিআই কেস হয়েছে। সিবিআই যে কীভাবে বিজেপির হাতের পুতুলে পরিনত হয়েছে, সেটা বোঝাই যাচ্ছে। নির্বাচনেই এর জবাব পাবে বলে মন্তব্য় করেছেন তিনি।

Next Article