Bankura: রেগে লাল আদিবাসীরা, বাঁকুড়ায় থানা ঘেরাও, বিক্ষোভের মুখে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হল পুলিশ

Hirak Mukherjee | Edited By: জয়দীপ দাস

Jul 28, 2024 | 9:33 AM

Bankura: শনিবার ভারত জাকাত মাঝি পরগণা মহল নামের আদিবাসীদের একটি সামাজিক সংগঠনের ব্যানারে স্থানীয় রানীবাঁধ ও রাইপুর থানা এলাকা থেকে কয়েক হাজার আদিবাসী মিছিল করে বারিকুল থানায় যান। সেখানে থানা ঘেরাও করে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান তাঁরা।

Bankura: রেগে লাল আদিবাসীরা, বাঁকুড়ায় থানা ঘেরাও, বিক্ষোভের মুখে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হল পুলিশ
রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা
Image Credit source: TV-9 Bangla

Follow Us

বাঁকুড়া: গৃহবধূ নিখোঁজের ঘটনায় তদন্তের অগ্রগতি জানতে যাওয়া এক আদিবাসী যুবকের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগতুলে থানা ঘেরাও। প্রবল বিক্ষোভে ফেটে পড়ল আদিবাসীরা। শনিবার ব্যাপক উত্তেজনা দেখা গেল বাঁকুড়ার বারিকুল থানা এলাকায়। পরে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসে ঘটনার জন্য পুলিশ আধিকারিকরা দুঃখ প্রকাশ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 

জানা গিয়েছে, গত মার্চ মাসে বাঁকুড়ার বারিকুল থানার বালিজুড়িয়া গ্রামের এক গৃহবধূ  দুই সন্তান সহ নিখোঁজ হয়ে যান। সে সময় পরিবারের তরফে বারিকুল থানায়  নিখোঁজ ডায়েরি করা হয়। সেই ঘটনার তদন্তের অগ্রগতি জানতে সম্প্রতি নিখোঁজ বধূর পরিবারের লোকজন বারিকুল থানায় গেলে বারিকুল থানার আইসি তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন করেন বলে অভিযোগ। এই ঘটনায় এলাকার আদিবাসীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।  

শনিবার ভারত জাকাত মাঝি পরগণা মহল নামের আদিবাসীদের একটি সামাজিক সংগঠনের ব্যানারে স্থানীয় রানীবাঁধ ও রাইপুর থানা এলাকা থেকে কয়েক হাজার আদিবাসী মিছিল করে বারিকুল থানায় যান। সেখানে থানা ঘেরাও করে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান তাঁরা। বিক্ষোভকারীরা থানার দরজা ঠেলে ভিতরে ঢোকার চেষ্টা করলে এলাকায় সাময়িক উত্তেজনা তৈরি হয়। রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। গেট ধরে চলতে থাকে টানাটানি। এরপরই বারিকুল থানার আইসি মাঠে নামেন। বিক্ষোভকারীদের নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসে পূর্বের ঘটনার জন্য দুঃখপ্রকাশ করলে পরিস্থিতি শান্ত হয়।  

Next Article