Bankura Abhishek Banerjee: বৃদ্ধার ছদ্মবেশে অভিষেকের সঙ্গে দেখা করলেন বছর ত্রিশের প্রিয়াঙ্কা, কে এই যুবতী?

Hirak Mukherjee | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Apr 13, 2023 | 5:41 PM

Bankura Abhishek Banerjee: প্রিয়াঙ্কার দাবি, অভিযুক্ত আশিস দেকে দল থেকে বহিষ্কারের দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে জানিয়েছেন তিনি। আশিস এলাকায় প্রভাবশালী।

Bankura Abhishek Banerjee: বৃদ্ধার ছদ্মবেশে অভিষেকের সঙ্গে দেখা করলেন বছর ত্রিশের প্রিয়াঙ্কা, কে এই যুবতী?
বৃদ্ধা সেজে অভিষেকের সঙ্গে সাক্ষাৎ

Follow Us

বাঁকুড়া: বুধবার শাসকদলের ‘সেকেন্ড ইন কম্যান্ড’ অভিষেক বন্দ্যোপাধ্যায় তখন সবে সভা শেষ করে মঞ্চ থেকে নামছিলেন, তখনই চিৎকার করেছিলেন এক বৃদ্ধা। পরনে সাদা থান, মাথায় সাদা উসকো খুশকো চুল! এক বৃদ্ধা কেন এই ভাবে চিৎকার করছেন, হতভম্ব হয়ে গিয়েছিলেন সকলেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁকে ডেকে একান্তে কথা বলেছিলেন। আসলে ওই মহিলা কে? এক দিন পেরিয়ে জানা গেল তাঁর আসল পরিচয়। বয়স বড়জোড় মধ্য ত্রিশ। নাম প্রিয়াঙ্কা গোস্বামী। রামনগরে তাঁর বাড়ি।

বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওন্দার সভার দর্শকাশনে একেবারে সামনের সারিতে বসে থাকা মহিলার বয়স যে মধ্য ত্রিশ হতে পারে, তা ঘুনাক্ষরেও কল্পনা করতে পারেননি কেউ। নিরাপত্তারক্ষীরাও ঘুনাক্ষরে বুঝতে পারেননি বৃদ্ধার ছদ্মবেশে যিনি বসে রয়েছেন, তাঁর বয়স হতে পারে মধ্য ত্রিশ। অভিষেকের বক্তব্য শেষ হতেই তিনি ব্যারিকেড টপকানোর চেষ্টা করতেই নজরে পড়ে নিরাপত্তারক্ষীদের। তাঁকে আটকে দেওয়া হলেও তাঁর চিৎকার ততক্ষণে অভিষেকের নজর টেনেছে। শেষ পর্যন্ত তাঁকে ভিআইপি রেস্ট রুমে ডেকে তাঁর কথা শোনালেন অভিষেক। দলের শীর্ষ নেতৃত্বের কাছে মহিলার অভিযোগে রীতিমতো অস্বস্তিতে পড়ে তৃণমূলের ওন্দা ব্লক নেতৃত্ব।

বৃদ্ধা সেজে পৌঁছে গিয়েছিলেন অভিষেকের কাছে

বাঁকুড়ার রামসাগর গ্রামের গৃহবধূ প্রিয়াঙ্কা গোস্বামী রামসাগর বাজারে ফাস্টফুডের ব্যবসায়ী। বছর দুয়েক আগে তাঁকেই স্বেচ্ছাসেবী সংস্থায় চাকরি দেওয়ার নাম করে ওন্দা ব্লক তৃণমূলের তৎকালীন সহ সভাপতি আশিস দে ৯৫ হাজার টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ। কাজে যোগ দেওয়ার পরে পরেই প্রিয়াঙ্কা বুঝতে পারেন সংস্থাটি ভুয়ো। এরপরই আশিস দে’র কাছে তিনি দেওয়া টাকা ফেরত চান বলে অভিযোগ। অভিযোগ বারবার বলার পরেও আশিস দে টাকা ফেরত দেননি। এরপর তিনি ওন্দা থানার দ্বারস্থ হন। থানায় অভিযোগ করতেই আশিস দে’র মদতে তাঁর অনুগামীরা প্রিয়াঙ্কার দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে ও প্রিয়াঙ্কার স্বামীকে মারধর করেন বলে অভিযোগ।

ছদ্মবেশে গৃহবধূ

বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। আশিস দে’র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বারবার প্রিয়াঙ্কা দলীয় নেতৃত্বকে জানালেও সেভাবে কেউই আমল দেননি। তাই এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিষয়টি জানানোর জন্য অভিনব উদ্যোগ নেন প্রিয়াঙ্কা। রীতিমতো চুলে সাদা রঙ লাগিয়ে ও মুখে মেক আপ করে বৃদ্ধা সেজে গতকাল ওন্দায় অভিষেকের সভায় হাজির হন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শেষ হতেই চিৎকার করে তাঁর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার দাবি, অভিযুক্ত আশিস দেকে দল থেকে বহিষ্কারের দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে জানিয়েছেন তিনি। আশিস এলাকায় প্রভাবশালী। তাই ছদ্মবেশ না নিলে তৃণমূল নেতারা তাঁকে সভায় ঢুকতে দেবেন না, এই আশঙ্কাতেই এমন ছদ্মবেশ নিয়েছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর কথা শুনেছেন বলে জানান প্রিয়াঙ্কা। তিনি পুলিশ সুপারকে বিষয়টি দেখার জন্য নির্দেশ দেন।

অভিযুক্ত আশিস দের দাবি, “প্রিয়াঙ্কার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। চাকরির নামে কোনও টাকা নিইনি। ভাঙচুর ও মারধরের অভিযোগও সম্পূর্ন মিথ্যা।” তাঁর অভিযোগ, বিজেপির উস্কানিতেই এমন কাণ্ড করেছেন প্রিয়াঙ্কা। তৃণমূলের স্থানীয় ওন্দা ব্লক সভাপতির দাবি, অভিযোগটি আদালতের বিচারাধীন। এই অবস্থায় ওই মহিলার এমন কাণ্ড না করলেও চলত। অভিষেকের দলের ‘শুদ্ধিকরণের’ ওপর নজর দিচ্ছেন। সেক্ষেত্রে অভিজ্ঞদের ধারণা, এই মহিলার কীর্তি একটা বড় প্রভাবই পড়বে।

Next Article