Bankura Accident: জঙ্গলে গাড়িটা তখন জ্বলছে, স্টিয়ারিংয়ের নীচে দেখতেই শরীর ঠান্ডা হয়ে গেল গ্রামবাসীদের

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 25, 2022 | 11:26 AM

Bankura Accident: গোটা শরীরটা পুড়ে কালো হয়ে গিয়েছে। দেখে শণাক্ত করার কোনও উপায় নেই।

Bankura Accident: জঙ্গলে গাড়িটা তখন জ্বলছে, স্টিয়ারিংয়ের নীচে দেখতেই শরীর ঠান্ডা হয়ে গেল গ্রামবাসীদের
বাঁকুড়ায় আগুনে পুড়ে খাক গাড়ি

Follow Us

বাঁকুড়া: শীতের ভোর। জঙ্গলের ভিতর দাউ দাউ করে জ্বলছে আগুন। একটা গাড়ি পুড়ে রীতিমতো খাক হয়ে গিয়েছে। প্রাতঃভ্রমণে বেরিয়ে পথ চলতি কয়েকজন সাধারণ মানুষ বিষয়টি খেয়াল করেছিলেন। তখনও তাঁরা গোটা বিষয়টি দেখেননি। একটু কাছে গিয়ে দেখেন, গাড়ির ভিতরে পড়ে রয়েছে একটা ঝলসে যাওয়া শরীরও। গোটা শরীরটা পুড়ে কালো হয়ে গিয়েছে। দেখে শণাক্ত করার কোনও উপায় নেই। সাতসকালে ভয়ঙ্কর ঘটনা বাঁকুড়ায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোরে এলাকায় পথ চলতি মানুষের নজরে আসে জঙ্গলের রাস্তায় একটি মারুতি গাড়ি দাউদাউ করে জ্বলছে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সোনামুখী থানার পুলিশ। কিছুদূর এগোতেই নজরে আসে গাড়িটি পুরো পুড়ে খাক হয়ে গিয়েছে। সামনের সিটে স্টিয়ারিংয়ের নীচে একজনের দেহ পড়ে রয়েছে। শরীরটা কালো হয়ে গিয়েছে।

কীভাবে এই ঘটনা ঘটল, তা জানা যায়নি। তবে ঘটনাকে ঘিরে রীতিমতো রহস্য তৈরি হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, গাড়িটি স্থানীয় পাঁচাল গ্রামের। গাড়ির মালিকের নাম ধনঞ্জয় সাইনি। গাড়িতে থাকা অগ্নিদগ্ধ মৃতদেহটি ধনঞ্জয় সাইনির কিনা, সে ব্যাপারে নিশ্চিত হতে পারেনি পুলিশ।

যোগাযোগ করা হয় ধনঞ্জয় সাইনির পরিবারের সঙ্গে। পরিবারের সদস্যদের দাবি, বৃহস্পতিবার রাতে খাওয়া দাওয়ার পর ধনঞ্জয় ভাড়া রয়েছে বলে বাড়ি থেকে বেরিয়ে যান। তারপর থেকে তাঁর আর খোঁজ পাওয়া যায়নি। ধনঞ্জয়ের মোবাইলও সুইচ অফ রয়েছে। পুলিশ গিয়ে দেহটি উদ্ধারের ব্যবস্থা করেছে। আদৌ ওই দেহটি ধনঞ্জয়ের কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

Next Article