বাঁকুড়া: নতুন আলোকসজ্জা, ব্যান্ড পার্টি, সঙ্গে ডিজে! বছর দুয়েক পর সরস্বতী পুজো হওয়ায় শোভাযাত্রাতেও চাকচিক্যের আয়োজন করেছিলেন দে পরিবারের পুজো উদ্যোক্তারা। শোভাযাত্রা করে হচ্ছিল প্রতিমা নিরঞ্জনের পালা। রাস্তার এক ধার দিয়ে যাচ্ছিল শোভাযাত্রা। দু’পাড়ার লোক মিশেছিল তাতে। আচমকাই সেই শোভাযাত্রায় হুড়মুড়িয়ে ঢুকে পড়ল একটি ট্রাক। দিশেহারা অবস্থায় ছোটাছুটি করতে থাকলেন সকলে। দিগভ্রান্ত ট্রাকের নীচে পিষ্ট হয়ে থেঁতলে গেল এক ব্যক্তির মাথা! একের পর এক মানুষকে পিষয়ে থাকল ট্রাক। সরস্বতী পুজোর শোভাযাত্রা ঘিরে ভয়ঙ্কর ঘটনা বাঁকুড়ার সোনামুখীতে। মৃতের নাম হীরন্ময় দে (৭০)। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাঁকুড়ার সোনামুখী চৌমাথা মোড়ে বেলতলা এলাকায় সরস্বতী পুজো আয়োজন করা হয়েছিল। স্থানীয়রা জানাচ্ছেন, দে পরিবারে সরস্বতী পুজো অত্যন্ত জাঁকজমকভাবে হয়ে থাকে। কিন্তু করোনা কালে দু’বছরে তাতে কিছুটা প্রভাব পড়েছিল। এবার সরস্বতী পুজোয় ফিরেছিল সেই জাঁকজমকতার ছোঁয়া। পুজো শেষে শোভাযাত্রা করে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। তাতে মেশে দু’পাড়ার লোক। মঙ্গলবার সন্ধ্যায় প্রতিমা নিরঞ্জন শোভাযাত্রা বার করা হয়েছিল।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, শোভাযাত্রা এক ধার দিয়েই যাচ্ছিল। সকলে নাচতে নাচতে আনন্দ করে যাচ্ছিলেন। পিছনে আসা ট্রাকের দিকে সেভাবে খেয়াল করেননি কেউ। যতক্ষণে খেয়াল করেছেন, ততক্ষণে দেরি হয়েছে অনেকটাই। দিগভ্রান্ত ট্রাক ঢুকে পড়েছিল শোভাযাত্রার মাঝেই।
স্থানীয় কয়েকজন দোকানি জানাচ্ছেন, ট্রাকের গতিবেগ স্বাভাবিকের তুলনায় বেশি ছিল। সামনে শোভাযাত্রার ভিড় থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। তখন শোভাযাত্রার মাঝেই ঢুকে পড়ে ট্রাক। অনেকেই দৌড়ে সরে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু ক্ষণিকের মধ্যেই ঘটে যায় বিপর্যয়। নিয়ন্ত্রণহীন ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যায় হীরন্ময়ের শরীর। অনান্যরা মারাত্মকভাবে আহত হন।
সঙ্গে সঙ্গেই ছুটে আসেন স্থানীয়রা। প্রাথমিকভাবে তাঁরাই উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সোনামুখী থানার পুলিশ। আহতদের উদ্ধার করে স্থানীয় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে কয়েকজন মহিলা, শিশুও রয়েছে। পুলিশ ঘাতক লরিটিকে বাজেয়াপ্ত করেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান যান্ত্রিক কারণেই লরিটি নিয়ন্ত্রন হারিয়ে ফেলেছিল। প্রত্যক্ষদর্শীদের অনেকের মতে, লরির চালক সম্ভবত মত্ত অবস্থায় ছিলেন। সেই বিষয়টিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
দে পরিবারের এক সদস্য বলেন, “সোনামুখীর চৌমাথার রাস্তা সবেমাত্র ক্রস করেছি। হঠাৎ একটা দশ চাকার লরি ঢুকে পড়ল শোভাযাত্রায়। মানে কেউ ঘুনাক্ষরেও এমনটা আগে টের করতে পারেননি। সবাই ছোটাছুটি করতে থাকলেন। জানি না কীভাবে কী হল। বর্ধমান থেকে দুর্গাপুর রোডে যাচ্ছিল লরিটি। ঠাকুরকে ধাক্কা, তারপর বাজনাদার, ডিজে পার্টি সবাইকে পিষয়ে পিষতে এগোতে থাকে। যাঁরা সরতে পেরেছেন বেঁচেছেন। পরে একটা ভ্যানের ওপর তুলে দিয়ে গাড়িটা দাঁড় করায় চালক।”
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাঁকুড়া: নতুন আলোকসজ্জা, ব্যান্ড পার্টি, সঙ্গে ডিজে! বছর দুয়েক পর সরস্বতী পুজো হওয়ায় শোভাযাত্রাতেও চাকচিক্যের আয়োজন করেছিলেন দে পরিবারের পুজো উদ্যোক্তারা। শোভাযাত্রা করে হচ্ছিল প্রতিমা নিরঞ্জনের পালা। রাস্তার এক ধার দিয়ে যাচ্ছিল শোভাযাত্রা। দু’পাড়ার লোক মিশেছিল তাতে। আচমকাই সেই শোভাযাত্রায় হুড়মুড়িয়ে ঢুকে পড়ল একটি ট্রাক। দিশেহারা অবস্থায় ছোটাছুটি করতে থাকলেন সকলে। দিগভ্রান্ত ট্রাকের নীচে পিষ্ট হয়ে থেঁতলে গেল এক ব্যক্তির মাথা! একের পর এক মানুষকে পিষয়ে থাকল ট্রাক। সরস্বতী পুজোর শোভাযাত্রা ঘিরে ভয়ঙ্কর ঘটনা বাঁকুড়ার সোনামুখীতে। মৃতের নাম হীরন্ময় দে (৭০)। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাঁকুড়ার সোনামুখী চৌমাথা মোড়ে বেলতলা এলাকায় সরস্বতী পুজো আয়োজন করা হয়েছিল। স্থানীয়রা জানাচ্ছেন, দে পরিবারে সরস্বতী পুজো অত্যন্ত জাঁকজমকভাবে হয়ে থাকে। কিন্তু করোনা কালে দু’বছরে তাতে কিছুটা প্রভাব পড়েছিল। এবার সরস্বতী পুজোয় ফিরেছিল সেই জাঁকজমকতার ছোঁয়া। পুজো শেষে শোভাযাত্রা করে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। তাতে মেশে দু’পাড়ার লোক। মঙ্গলবার সন্ধ্যায় প্রতিমা নিরঞ্জন শোভাযাত্রা বার করা হয়েছিল।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, শোভাযাত্রা এক ধার দিয়েই যাচ্ছিল। সকলে নাচতে নাচতে আনন্দ করে যাচ্ছিলেন। পিছনে আসা ট্রাকের দিকে সেভাবে খেয়াল করেননি কেউ। যতক্ষণে খেয়াল করেছেন, ততক্ষণে দেরি হয়েছে অনেকটাই। দিগভ্রান্ত ট্রাক ঢুকে পড়েছিল শোভাযাত্রার মাঝেই।
স্থানীয় কয়েকজন দোকানি জানাচ্ছেন, ট্রাকের গতিবেগ স্বাভাবিকের তুলনায় বেশি ছিল। সামনে শোভাযাত্রার ভিড় থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। তখন শোভাযাত্রার মাঝেই ঢুকে পড়ে ট্রাক। অনেকেই দৌড়ে সরে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু ক্ষণিকের মধ্যেই ঘটে যায় বিপর্যয়। নিয়ন্ত্রণহীন ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যায় হীরন্ময়ের শরীর। অনান্যরা মারাত্মকভাবে আহত হন।
সঙ্গে সঙ্গেই ছুটে আসেন স্থানীয়রা। প্রাথমিকভাবে তাঁরাই উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সোনামুখী থানার পুলিশ। আহতদের উদ্ধার করে স্থানীয় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে কয়েকজন মহিলা, শিশুও রয়েছে। পুলিশ ঘাতক লরিটিকে বাজেয়াপ্ত করেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান যান্ত্রিক কারণেই লরিটি নিয়ন্ত্রন হারিয়ে ফেলেছিল। প্রত্যক্ষদর্শীদের অনেকের মতে, লরির চালক সম্ভবত মত্ত অবস্থায় ছিলেন। সেই বিষয়টিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
দে পরিবারের এক সদস্য বলেন, “সোনামুখীর চৌমাথার রাস্তা সবেমাত্র ক্রস করেছি। হঠাৎ একটা দশ চাকার লরি ঢুকে পড়ল শোভাযাত্রায়। মানে কেউ ঘুনাক্ষরেও এমনটা আগে টের করতে পারেননি। সবাই ছোটাছুটি করতে থাকলেন। জানি না কীভাবে কী হল। বর্ধমান থেকে দুর্গাপুর রোডে যাচ্ছিল লরিটি। ঠাকুরকে ধাক্কা, তারপর বাজনাদার, ডিজে পার্টি সবাইকে পিষয়ে পিষতে এগোতে থাকে। যাঁরা সরতে পেরেছেন বেঁচেছেন। পরে একটা ভ্যানের ওপর তুলে দিয়ে গাড়িটা দাঁড় করায় চালক।”
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা