বাঁকুড়া: অষ্টম শ্রেণির এক আদিবাসী ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে চার আদিবাসী যুবককে গ্রেফতার করল বাঁকুড়ার ওন্দা থানার পুলিশ। ধৃত চার যুবককেই বাঁকুড়া জেলা আদালতে পেশ করে পুলিশ হেফাজতের আবেদন জানায় পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিমলাপাল থানা এলাকার বাসিন্দা অষ্টম শ্রেণির আদিবাসী এক ছাত্রী বাঁকুড়ার ওন্দা থানা এলাকায় থাকা এক আত্মীয়ের বাড়িতে আসেন। গত ২০ অগষ্ট বিকালে ওই ছাত্রী গ্রামের অদূরের রাস্তা দিয়ে যাওয়ার সময় আচমকাই চার যুবক তাকে পার্শ্ববর্তী জঙ্গলে টেনে নিয়ে যায় বলে অভিযোগ। পরে জঙ্গলের ভিতরে ওই ছাত্রীকে পরপর অভিযুক্ত তিন যুবক ধর্ষণ করে বলে অভিযোগ।
ভয়ে প্রথমে বিষয়টি পরিবারকে জানায়নি ওই ছাত্রী। শনিবার ওই ছাত্রীর কাছ থেকে ঘটনার কথা শুনে রাতেই ওন্দা থানায় নাবালিকাকে গণধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। এরপরই তৎপর হয় ওন্দা থানার পুলিশ। ভোরে ঘটনায় অভিযুক্ত চার জনকেই গ্রেফতার করে ওন্দা থানার পুলিশ। ধৃতদের বাঁকুড়া জেলা আদালতে পেশ করে পুলিশ। ধৃতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে ছাত্রীর পরিবার। পুলিশ জানিয়েছে ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। মেডিক্যাল টেস্ট করা হবে নির্যাতিতা নাবালিকারও।