বাঁকুড়া: আবাস যোজনার সমীক্ষা করে এখন নাম বাদ পড়া উপভোক্তাদের হুমকির মুখে পড়তে হচ্ছে। কিছু ক্ষেত্রে ঘটছে শারীরিক হেনস্থার ঘটনাও। এই অবস্থায় উপযুক্ত নিরাপত্তার দাবিতে বিডিও দ্বারস্থ হয়ে ক্ষোভে ফেটে পড়লেন আশা ও আইসিডিএস কর্মীরা। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া এক নম্বর ব্লকের বিডিও অফিসে। বাঁকুড়া এক নম্বর ব্লকে কর্মরত আছেন প্রায় ১০০ আশা ও তিনশোরেও বেশি আইসিডিএস কর্মী। আবাস যোজনার উপভোক্তা তালিকা ধরে সমীক্ষা করতে হবে শুনে প্রথমেই সে বিষয়ে নিজেদের আপত্তির কথা জানিয়েছিলেন আশা ও আইসিডিএস কর্মীরা। কিন্তু অভিযোগ সে সময় কিছুটা জোর করেই তাঁদের দিয়ে এই সমীক্ষার কাজ করায় ব্লক প্রশাসন। সমীক্ষার পর সঙ্গত কারণেই কিছু উপভোক্তার নাম বাদ পড়ে। বাদ পড়া উপভোক্তাদের যাবতীয় রাগ গিয়ে পড়ে আশা ও আইসিডিএস কর্মীদের উপর। দায়িত্ব পালন করতে গিয়ে এখন দেখে নেওয়ার হুমকি ও হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি এক নম্বর ব্লকের পচিরডাঙা এলাকায় বাদ পড়াদের হাতে নিগৃহীত হতে হয় আশা ও আইসিডিএস কর্মীদের।
এই ঘটনার পর স্বাভাবিক ভাবেই নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেন ওই ব্লকে কর্মরত আশা ও আইসিডিএস কর্মীরা। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আশা ও আইসিডিএস কর্মীদের নিরাপত্তা দেওয়ার দাবিতে এদিন বাঁকুড়া এক নম্বর ব্লকের বিডিও অফিসে হাজির হন আশা ও আইসিডিএস কর্মীরা। বিডিও অফিসের সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান তাঁরা। বিক্ষোভকারীদের তরফে দাবি করা হয় এলাকার মানুষের রোষের হাত থেকে রক্ষা পেতে গ্রামে গ্রামে প্রচার করুক ব্লক প্রশাসন।
ব্লক প্রশাসনের দাবি, আশাকর্মীর হেনস্থার ঘটনায় ইতিমধ্যেই একজন গ্রেফতার হয়েছেন । আশা ও আইসিডিএস কর্মীদের নিরাপত্তা যাতে কোনওভাবে বিঘ্নিত না হয় সেজন্য পুলিশকে জানানো হয়েছে।