Bankura: বাঁকুড়ায় ঐতিহাসিক বিষ্ণুমূর্তি উদ্ধার, ক্লোরাইট পাথরের মূর্তির স্থান মিউজিয়ামে

Hirak Mukherjee | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 05, 2023 | 11:16 AM

Bankura: একাধিকবার এই গ্রামের ঢিপিতে সরকারের তরফ থেকে খননকার্য চালানো হয়েছে। সেই ডিহর গ্রামেই এবার উদ্ধার হল প্রায় হাজার বছরের প্রাচীন বিষ্ণুমূর্তি। বিশেষজ্ঞরা জানিয়েছেন কালো ক্লোরাইট পাথর খোদাই করে একাদশ অথবা দ্বাদশ শতকে এই মূর্তিটি তৈরি করা হয়।

Bankura: বাঁকুড়ায় ঐতিহাসিক বিষ্ণুমূর্তি উদ্ধার, ক্লোরাইট পাথরের মূর্তির স্থান মিউজিয়ামে
বাঁকুড়ায় বিষ্ণুমূর্তি উদ্ধার

Follow Us

বাঁকুড়া: দারকেশ্বর নদ লাগোয়া বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের প্রাচীন জনপদ ডিহর থেকে উদ্ধার হল একটি প্রাচীন বিষ্ণুমূর্তি। স্থানীয় সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার মূর্তিটি উদ্ধার করে বিষ্ণুপুর মহকুমা প্রশাসন। পুলিশ ও বিষ্ণুপুর মিউজিয়াম কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে মূর্তিটি উদ্ধার করা হয়। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ইতিহাসের নিরিখে এই মূর্তির মূল্য অপরিসীম। ভৌগোলিকগত দিক থেকে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকের ডিহর গ্রামের অবস্থান দারকেশ্বর নদের পাড়েই। এর আগেও একাধিকবার এই গ্রামের ঢিপিতে সরকারের তরফ থেকে খননকার্য চালানো হয়েছে। সেই ডিহর গ্রামেই এবার উদ্ধার হল প্রায় হাজার বছরের প্রাচীন বিষ্ণুমূর্তি। বিশেষজ্ঞরা জানিয়েছেন কালো ক্লোরাইট পাথর খোদাই করে একাদশ অথবা দ্বাদশ শতকে এই মূর্তিটি তৈরি করা হয়।

ডিহরের পাশে দ্বারকেশ্বরের নদী গর্ভে খননকার্য চালানো হয় সম্প্রতি। সেখান থেকেই উদ্ধার হয় বহু প্রাচীন এই বিষ্ণু মূর্তি। যা এক ঐতিহাসিক অধ্যায়ের সাক্ষ্যবহন করছে, বলছেন বিশেষজ্ঞরাই। স্থানীয় এক যুবকই প্রথম মূর্তিটি দেখতে পান। খবর পৌঁছয় প্রশাসনের কাছে।
খবর পেতেই প্রশাসনিক আধিকারিক ও মিউজিয়াম কর্তৃপক্ষ বিষ্ণুপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে ডিহর গ্রামে যায়। সেখানে একটি বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করে আনা হয় বিষ্ণুপুর মিউজিয়ামে। আপাতত মূর্তিটি বিষ্ণুপুর মিউজিয়ামেই রাখা হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

Next Article