বাঁকুড়া: কখনো তৃণমূল কাউন্সিলর,আবার কখনো নির্দল কাউন্সিলর! এভাবেই গত ১০ বছর বাঁকুড়া শহরের রাজনীতিতে পরিচিত মুখ হয়ে উঠেছেন অনন্যা রায় চক্রবর্তী। সেপ্টেম্বরের শেষে সরাসরি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের হাত ধরে বিজেপিতে যোগ দেন অনন্যা রায় চক্রবর্তী। এবার তাঁকেই তালডাংরা বিধানসভায় প্রার্থী করল বিজেপি।
বাঁকুড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে ২০১৫ সালে প্রথম তৃণমূলের টিকিটে জয়ী হয়ে কাউন্সিলর হন অনন্যা রায় চক্রবর্তী। অনন্যার স্বামী সুদীপ চক্রবর্তী সেসময় ছিলেন যুব তৃণমূলের দাপুটে নেতা। ২০২২ সালে তৃণমূল অনন্যাকে দলের টিকিট না দেওয়ায় অনন্যা নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন।
সম্প্রতি সেপ্টেম্বরের শেষে বাঁকুড়ার মাচানতলায় সুকান্ত মজুমদারের হাত ধরে বিজেপিতে যোগ দেন। বিজেপিতে যোগ দেওয়ার পর দলের একাধিক কর্মসূচিতে তাঁকে যোগ দিতেও দেখা যায়। তখন থেকেই তালডাংরা উপনির্বাচনে বিজেপি প্রার্থী হিসাবে অনন্যা রায় চক্রবর্তীর নাম ভাসতে শুরু করে। এরপর আজ বিজেপির তরফে অনন্যা রায় চক্রবর্তীর নাম ঘোষণা করা হয়। নিজের জয়ের ব্যাপারে আশাবাদী অনন্যা।অনন্যা বলেন, “এবার জেতার লড়াইয়ে নামতে হবে। তবে জয়ের ব্যাপারে আশাবাদী আমি”