Bankura: প্রশিক্ষণের সময়ে আচমকাই বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ, বাঁকুড়ায় প্যারাসুট-সহ উদ্ধার বায়ুসেনাকর্মীর দেহ, বাড়ছে রহস্য

Hirak Mukherjee | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Apr 05, 2023 | 2:31 PM

Bankura: পুলিশ জানতে পারে, ওই বায়ু সেনা কর্মীর নাম চন্দ্রাকা গোবিন্দ। বছর একত্রিশের চন্দ্রাকার বাড়ি অন্ধ্রপ্রদেশের বিজয়নগরমে।

Bankura: প্রশিক্ষণের সময়ে আচমকাই বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ, বাঁকুড়ায় প্যারাসুট-সহ উদ্ধার বায়ুসেনাকর্মীর দেহ, বাড়ছে রহস্য
বাঁকুড়া বায়ু সেনা কর্মীর দেহ উদ্ধার

Follow Us

বাঁকুড়া: প্যারাসুট-সহ উদ্ধার বায়ু সেনা কর্মীর দেহ। মৃত্যু ঘিরে দানা বেঁধেছে রহস্য। বুধবার সকালে বাঁকুড়ার একটি কারখানার পাশে প্যারাসুট-সহ গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ওই বায়ু সেনাকর্মীকে। স্থানীয় বাসিন্দারাই প্রথমে তাঁকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে খবর দেওয়া হয় বাঁকুড়ার বড়জোড়া থানায়। পুলিশ গিয়ে ওই সেনা কর্মীকে উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। প্রাথমিকভাবে তাঁর পরিচয় জানা যাচ্ছিল না। পরে পুলিশ জানতে পারে, ওই বায়ু সেনা কর্মীর নাম চন্দ্রাকা গোবিন্দ। বছর একত্রিশের চন্দ্রাকার বাড়ি অন্ধ্রপ্রদেশের বিজয়নগরমে। প্যারাসুটের যান্ত্রিক গোলযোগের কারণেই পড়ে গিয়ে বায়ুসেনা কর্মীর মৃত্যু নাকি, এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

পানাগড়ে বায়ু সেনার তরফে জানা গিয়েছে, পানাগড়ের অর্জুন সিং এয়ার ফোর্স স্টেশনে আইএনএস কর্ন বিভাগে কর্মরত ছিলেন ওই সেনা কর্মী। বুধবার ভোরে প্রশিক্ষণের সময় আচমকাই ওই সেনা কর্মীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর থেকেই তাঁর খোঁজ মিলছিল না। বেলায় বড়জোড়া পুলিশ কাঁকসা থানার মাধ্যমে পানাগড়ের বায়ুসেনা ঘাঁটিতে খবর দিলে দ্রুত বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে যান বায়ুসেনার কর্মীরা। ওই বায়ুসেনা কর্মীর মৃত্যু নিছক দুর্ঘটনা নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও রহস্য, তা খতিয়ে দেখা হচ্ছে। বড়জোড়া থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Next Article